কলকাতা: হলদিয়ায় সরকারি অনুষ্ঠান এড়ানোয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও, অনুষ্ঠানে আগাগোড়া ছিলেন দিব্যেন্দু অধিকারী। নরেন্দ্র মোদির সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন বেসুরো তৃণমূল সাংসদ। যদিও বিষয়টি গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল।
২৩ জানুয়ারি ভিক্টোরিয়ায় নেতাজি জন্মজয়ন্তীতে একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার আগে জয় শ্রীরাম স্লোগান ঘিরে বিতর্কের পর হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের অনুষ্ঠানে যে মুখ্যমন্ত্রী যাবেন না, তা শনিবারই স্পষ্ট করে দেয় মুখ্যমন্ত্রীর দফতর।
মুখ্যমন্ত্রী না থাকলেও প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে রবিবার আগাগোড়া রইলেন বেসুরো তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ, কাঁথি বলেন, ‘আমি এখানকার সাংসদ, সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে এসেছি, কেন ওরা আসেননি ব্যক্তিগত বিষয়।’
প্রধানমন্ত্রী আসার তিন ঘণ্টা আগে এদিন কাঁথির তৃণমূল সাংসদ চলে আসেন হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে। পরে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলতে দেখা যায় দিব্যেন্দু অধিকারীকে।
তাহলে কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন দিব্যেন্দু অধিকারী? বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ও এখানকার সাংসদ হিসেবে এসেছে, ও তো প্রাপ্তবয়স্ক।’ কৈলাস বিজয়বর্গীয় বলেন, 'দিব্যেন্দু ভাল ছেলে, ওর মতো অনেকেই বিজেপি আসতে চায়'। তাঁকে নিয়ে জল্পনার মধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার জন্য বুধবার সময় চেয়েছেন দিব্যেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য। ট্যুইটে তিনি লেখেন, ‘হলদিয়ার উন্নয়ন প্রকল্পের সুফল পাবে বাংলা। অথচ প্রোটোকলের ধার না ধেরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মে, ২০২১-এর পর কি তাঁর আয়ু শেষ?’
শুক্রবার জল শক্তিমন্ত্রকের অনুষ্ঠানে ফের কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেও থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। ভোটমুখী বাংলায় তখন কি মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে।