ময়ূখ ঠাকুর চকবর্তী ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা : ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। স্কুটারে চেপে তাড়া করলেন ফিরহাদ হাকিম। কলকাতা বন্দর বিধানসভার গার্ডেনরিচে এমনই মেজাজে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থী মহম্মদ মোক্তার।
স্কুটারে চেপে কংগ্রেস প্রার্থীকে তাড়া ফিরহাদ হাকিমের! কলকতা বন্দরের হেভিওয়েট তৃণমূল প্রার্থীর পিছু পিছু ছুটলেন রক্ষী ও অনুগামীরা..কিছু, দূর যেতে না যেতেই, উধাও কলকাতা বন্দরের কংগ্রেস প্রার্থী মহম্মদ মোক্তার। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যে গার্ডেনরিচের বাত্তিকল এলাকায় রীতিমতো হুলস্থুল কাণ্ড!!!
বুথে যাওয়ার আগে বাত্তিকল এলাকার বেশ কিছু ভোটারের স্লিপ ছিঁড়ে দেন কংগ্রেস প্রার্থী মহম্মদ মোক্তার। এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। কর্তব্যরত পুলিশ আধিকারিকের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে তাঁর সঙ্গে বচসায় জড়ান তিনি। একেবারে অন্য মেজাজে দেখা গেন ফিরহাদ হাকিমকে ।
ফিরহাদ হাকিম, তৃণমূল প্রার্থী, কলকাতা বন্দর: তুমি মোক্তারকে বড্ড এ দিচ্ছ কেন? ওসি, গার্ডেনরচি থানা: না স্যর, আমি ওকে তো এখান থেকে তাড়ালাম।
ফিরহাদ হাকিম, তৃণমূল প্রার্থী, কলকাতা বন্দর: কেন ও এমনভাবে ঘুরবে? কেন?
ওসি, গার্ডেনরচি থানা: আমি স্যর দৌড়ে এখানে এসেছি ধরব বলে।
কলকাতা বন্দরের TMC প্রার্থী ফিরহাদ হাকিম জানান, '' হঠাৎ বলে স্লিপ দেখি, স্লিপ ছিঁড়ে দিয়ে থাপ্পড় মারছে, মোক্তার নিজে করেছে, পুলিশকে বলি প্রার্থী এটা করবে কেন '' ফিরহাদ হাকিমের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কলকাতা বন্দরের কংগ্রেস প্রার্থী।
মহম্মদ মোক্তার জানিয়েছেন, '' লোক তো অনেক কিছুই বলে, এতদিন ধরে ভোট চলছে কোনও অভিযোগ হয়েছে আমার বিরুদ্ধে? ''
গার্ডেনরিচ থেকে একবালপুর। সকাল থেকে একের পর এক বুথে দৌড়ে বেড়ান ফিরহাদ হাকিম। হরিমোহন ঘোষ রোডে জমায়েত ঘিরে উত্তেজনা তৈরি হয়। কলকাতা বন্দরের পাহাড়পুর এলাকায় জমায়েত হঠাতে লাঠি চালায় পুলিশ। ..