সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প " সবুজসাথী " সাইকেল চালিয়েই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রচার করলেন করনদিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। প্রচারের ফাঁকে গৌতম বলেন, শিক্ষা থেকে স্বাস্থ্য যোগাযোগ থেকে মানুষের দৈনন্দিন জীবনের উন্নয়নের প্রতীক মমতা বন্দোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে করনদিঘী বিধানসভার মানুষ বরাবরের মতো এবারেও তৃনমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করবেন।


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য নবম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী ছাত্রছাত্রীদের সাইকেল দিয়েছেন যার নাম সবুজসাথী।তৃণমূলের দাবি, এই সবুজসাথী সাইকেলের দৌলতে যেমন স্কুলগুলোতে ড্রপ আউটের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে কমেছে , তেমনি গরীব দুস্থ ঘরের ছেলেমেয়েরা দূর দূরান্তের গ্রাম থেকে স্কুল কলেজে পড়াশোনা করতে যেতে পারছে। এই সবুজসাথী সাইকেল গ্রামগঞ্জের পড়ুয়াদের শিক্ষার মানের ব্যাপক উন্নতি ঘটিয়েছে।


সেই সবুজসাথী সাইকেলকে হাতিয়ার করে প্রচারে নামলেন উত্তর দিনাজপুর জেলার করনদিঘী বিধানসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল।  দলীয় কর্মীদের নিয়ে সবুজসাথী সাইকেলে চেপে করনদিঘী বিধানসভার গ্রাম থেকে গ্রামান্তরে প্রচার করছেন তিনি। সবুজসাথী সাইকেলে চেপে ভোটারদের কাছে রাজ্যের উন্নয়নমূলক কাজের বর্ননা করছেন প্রার্থী। তিনি বললেন,  মুখ্যমন্ত্রী শুধু সবুজসাথী সাইকেলই নয়, কন্যাশ্রী থেকে রূপশ্রী,  স্বাস্থ্যসাথী থেকে সমব্যাথী প্রকল্প, বিনা পয়সায় রেশন সামগ্রী প্রদান করে চলেছেন। দুয়ারে সরকারের মাধ্যমে সাধারন মানুষের দৈনন্দিন জীবনের বহু সমস্যা সমাধান করেছেন। তাই এলাকার মানুষ চাইছেন মুখ্যমন্ত্রীর এই উন্নয়নের ধারাকে বজায় রাখতে তৃনমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করে তৃতীয়বারের জন্য মমতা বন্দোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী করতে।


দুয়ারে কড়া নাড়ছে বঙ্গ বিধানসভার হাইভোল্টেজ নির্বাচন। তার আগে জনতা জনার্দনের মন জয়ে মরিয়া শাসক থেকে বিরোধী প্রার্থীরা।তার আগে ভোটারদের কাছে পৌঁছে যেতে কসুর করছেন শাসক-বিরোধী কোনওপক্ষই। এরইমধ্যে প্রচারে সবুজ সাথী প্রকল্পের সাইকেলকে হাতিয়ার করলেন করণদিঘীর তৃণমূল প্রার্থী।