কলকাতা:  বাংলার ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? জল্পনা উসকে কলকাতার ভোটার হলেন মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ভোটার হলেন মিঠুন।   কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি।  বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন মিঠুন।বিজেপিতে যোগদানের আগে বোনের বাড়িতে ওঠেন মিঠুন।  তাঁর ভগ্নীপতি জানিয়েছেন, বেশিদিন নয়, কিছুদিন আগেই কলকাতার ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী।


উল্লেখ্য,  গত সাত মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন।  বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে, এমন জল্পনা চলছে। যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি মিঠুন। বিজেপির পক্ষ থেকেই কিছু বলা হয়নি। 


কিন্তু এতে জল্পনার বিরতি হয়নি। এবার ভোটের আগে তাঁর নাম কলকাতার ভোটার তালিকায় ওঠার খবর সেই জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তিনি বিজেপির প্রার্থী হতে পারেন। এখনও পর্যন্ত বিজেপি প্রার্থীদের যে তালিকা ঘোষণা করেছে, তাতে একাধিক তারকার নাম রয়েছে। মিঠুনের নাম সেই তালিকায় অন্তর্ভূক্ত হলে ভোটের মুখে তা হবে একটা বড়সড় ঘটনা।


 মিঠুন এর আগে কোনওদিন ভোটের লড়াইয়ে অবতীর্ণ হননি। তবে রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন। তৃণমূল কংগ্রেস তাঁকে রাজ্যসভার সদস্য করেছিল। 


ব্রিগেডে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন বলেছিলেন, আমি জলঢোড়াও নয়, বেলোবোড়াও নই। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। দাদার প্রতি ভরসা রাখবেন। বিশ্বাস রাখুন। দাদা কখনও ভয় পেয়ে পালিয়ে যায়নি। এক ছোবলে ছবি। কেউ পালাতে পারবে না।


ব্রিগেডের সভা থেকে বাঙালি আবেগও উস্কে মিঠুন বলেছিলেন,   আমি বাঙালি। গর্বিত বাঙালি। বাংলায় যারা থাকে আমি তাদের সবাইকে বাঙালি বলেই মনে করি।


মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল যখন ‘বাংলা তাঁর মেয়েকেই চায়’ এই স্লোগান তুলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার চেষ্টা করছে তখন মিঠুনের বাঙালিয়ানাই যে বিজেপির প্রধান হাতিয়ার, তা স্পষ্ট হয়ে গিয়েছিল খোদ নরেন্দ্র মোদির কথা থেকে। তিনি বলেছিলেন, মিঠুন দা বাংলার ছেলে। সংঘর্ষের প্রতীক।


এই পরিস্থিতিতে মিঠুন বিজেপির প্রার্থী হন কিনা, সেটাই এখন দেখার।