নয়াদিল্লি: আজ, রবিবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে ইন্ডিয়া লেজেন্ডসের মুখোমুখি শ্রীলঙ্কা লেজেন্ডস। সুতরাং, ক্রিকেটের বাইশ গজে ফের একবার দেখা যাবে সচিন তেন্ডুলকর-সনৎ জয়সূর্যর দ্বৈরথ। যদিও বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, ইরফান পাঠানদের নিয়ে গড়া তারকা সমৃদ্ধ ইন্ডিয়া লেজেন্ডস দলের খেতাব জয়ের পথে প্রধান কাঁটা হয়ে উঠতে পারেন তিলকরত্নে দিলশান ও উপুল থরঙ্গা।


রায়পুরে শহিদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে আজকের ফাইনাল ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টুর্নামেন্টের সেরা দুই দলই ফাইনালে মুখোমুখি। টুর্নামেন্টে দুই দলই ছটি করে ম্যাচের মধ্যে ৫টি করে জিতেছে। একটি দল পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। অন্য দল দুই নম্বরে শেষ করেছিল। গ্রুপ পর্বে সচিনদের কাছেই একমাত্র পরাজয় হজম করতে হয়েছিল শ্রীলঙ্কাকে। ফাইনালে কি সেই ছবিটা পাল্টাবে?


দেখে নেওয়া যাক টুর্নামেন্টে ইন্ডিয়া লেজেন্ডস বনাম শ্রীলঙ্কা লেজেন্ডস ফাইনাল ম্যাচের দল ও কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে ম্যাচ। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।


টেস্টের পর টি-২০ সিরিজও ভারতের দখলে


ইন্ডিয়া লেজেন্ডস স্কোয়াড: সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, মহম্মদ কাইফ, প্রজ্ঞান ওঝা, নোয়েল ভেভিড, মুনাফ পটেল, ইরফান পাঠান, মনপ্রীত গনি, ইউসুফ পাঠান, নমন ওঝা, এস বদ্রিনাথ ও বিনয় কুমার।


শ্রীলঙ্কা লেজেন্ড স্কোয়াড: তিলকরত্নে দিলশান, সনৎ জয়সূর্য, পারভেজ মহরুফ, রঙ্গনা হেরাথ, থিলান তুষারা, অজন্তা মেন্ডিস, চামারা কাপুগেদেরা, উপুল থরঙ্গা, চামারা সিলভা, চিন্তকা জয়সিংহে, ধামিকা প্রসাদ, নুয়ান কুলশেখরা, রাসেল আর্নল্ড, দুলাঞ্জনা ভিজেসিংহে ও মালিন্দা ওয়ার্নাপুরা।


কবে হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১-এর ফাইনাল ম্যাচ: ২১ মার্চ, ২০২১ (রবিবার)।


কোথায় হবে ইন্ডিয়া লেজেন্ডস বনাম শ্রীলঙ্কা লেজেন্ডস ম্যাচ: শহিদ বীর নারায়ন সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, রায়পুর।


কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। টস অনুষ্ঠিত হবে সন্ধে ৬টা ৩০ মিনিটে।


কোন চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার: কালার্স সিনেপ্লেক্স (COLORS Cineplex), কালার্স কন্নড় সিনেমা (COLORS Kannada Cinema), রিস্তে সিনেপ্লেক্স (Rishtey Cineplex) ও ডিডি স্পোর্টসে (DD Sports) দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।