সুজিত মণ্ডল, নদিয়া: নিজের খাস তালুকেই এবার পোস্টার পড়ল শান্তিপুরের বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগদানকারী অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে! কে বা কারা দিল এই পোস্টার? এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা, দাবি শান্তিপুরের বিধায়কের।
'পাপ বিদেয় হয়েছে
তৃণমূল কংগ্রেস জিতেই গেছে
বাকি শুধু আবির খেলা
অরিন্দম শান্তিপুর ছেড়ে পালা।'
পাপ বিদেয় হয়েছ! শান্তিপুরের বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে তৃণমূল-বিজেপি চাপানউতোর
মঙ্গলবার সকালে এ ধরনের পোস্টারে ছেয়ে যায় নদিয়ার শান্তিপুর পুরসভার একাধিক ওয়ার্ড!কোনও পোস্টারে আবার লেখা, দমবন্ধ করা শান্তিপুর আজ অভিশাপ মুক্ত!
শান্তিপুর পুরসভার ১১, ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই পোস্টারগুলিতে নিশানা করা হয়েছে, কংগ্রেস ছেড়ে প্রথমে তৃণমূলে এবং সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে!
২০ জানুয়ারি, দিল্লিতে বিজেপির সদর দফতরে, কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।
দল বদলের পর শান্তিপুরের বিধায়ককে বুকে টেনে নেন কৈলাস।
এই নিয়ে গত ৪ বছরে ৩টি দল বদল করেছেন শান্তিপুরের বিধায়ক! কংগ্রেসের প্রার্থী হয়ে জেতার পর বিধাক পদ না ছেড়েই, অরিন্দম ভট্টাচার্য যখন দলবদল করেছিলেন, তখন তাঁকে বুকে টেনে নিয়েছিল তৃণমূল....এখন বিজেপিতে যাওয়ার পর সেই তাঁকেই নিশানা করছে তৃণমূল।
শুধু তাই নয়, বিজেপিতে যোগ দেওয়ার পর শনিবার শান্তিপুরে এলেও, তাঁর পাশে ছিলেন না কোনও বিজেপি নেতা!
এ নিয়েও অস্বস্তির মুখে পড়তে হয় অরিন্দমকে। এই পরিস্থিতিতে শান্তিপুর জুড়ে গুঞ্জন একটাই! এই পোস্টারগুলি দিল কারা?
তৃণমূল কংগ্রেসের শান্তিপুর শহর সভাপতি অরবিন্দ মৈত্র বলেছেন, কোথাও তৃণমূল কংগ্রেসের নাম নেই। কারা লিখেছে, অতি উৎসাহী হয়ে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। দল এই ধরনের কোনও রকম প্ররোচনামূলক কাজ করবে না, যাতে দলের ক্ষতি হবে।)
বিজেপি শান্তিপুর শহর সভাপতি বিপ্লব কর বলেছেন, তৃণমূল কীরকম নোংরা রাজনীতি করে সেটা মানুষ জানে। বিজেপিতে কে এল কে গেল, তাতে কিছু যায় আসে না। শান্তিপুরে যে দাঁড়াবে সেই জিতবে।
যদিও এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ শান্তিপুরের বিধায়ক। তিনি বলেছেন, অরিন্দম ভট্টাচার্য যদি শান্তিপুরে থাকে, তাহলে তাদের নির্বাচনে দাঁড়ানোটা কি হতে পারে, সেটা তারা খুব ভাল করেই উপলব্ধি করছেন। আগামী ভোটে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে যাচ্ছি। সেই জায়গায় হতাশার কারণে এই পোস্টার মেরে ভাবছেন একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন। এগুলো ব্যর্থ প্রয়াস।
২০১৬-র বিধানসভা ভোটে কংগ্রেস জোট প্রার্থী হিসেবে শান্তিপুর থেকে ১৯ হাজার ৪৮৮ ভোটে জেতেন অরিন্দম ভট্টাচার্য।২০১৭-র জুনে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৯-র লোকসভা ভোটের নিরিখে শান্তিপুরে ৩৫ হাজার ১২ ভোটের লিড পায় বিজেপি
এবার ২১-এর বিধানসভা ভোটে শান্তিপুরবাসী কোন দলের প্রতি আস্থা রাখে, সেটাই দেখার।
WB Election 2021 News: 'পাপ বিদেয় হয়েছ'! শান্তিপুরের বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে তৃণমূল-বিজেপি চাপানউতোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2021 10:03 PM (IST)
নিজের খাস তালুকেই এবার পোস্টার পড়ল শান্তিপুরের বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগদানকারী অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে! কে বা কারা দিল এই পোস্টার? এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা, দাবি শান্তিপুরের বিধায়কের।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -