সুদীপ্ত আচার্য্য,কলকাতা: করুণাময়ীতে আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


গত শুক্রবার পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়! বচসা...তর্কাতর্কি থেকে ধস্তাধস্তি! বাদ যায়নি কিছুই।এই প্রেক্ষাপটে, শনিবার আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়!


পূর্ণ শিক্ষকের মর্যাদা, বেতনকাঠামো পরিবর্তন, বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিতে ১৮ ডিসেম্বর থেকে সল্টলেকের করুণাময়ীতে অবস্থান বিক্ষোভ ও অনশন চালাচ্ছে পার্শ্ব শিক্ষকদের সংগঠন ‘পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ’!!


এদিন, আন্দোলনস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বললেন বিজেপি নেতা! পার্শ্ব শিক্ষকদের সঙ্গে কথা বলা পর রাজ্য সরকারকে আক্রমণ করেন প্রাক্তন বনমন্ত্রী তথা বর্তমানে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।


বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু, ক্ষমতা আসার পর তা রাখেননি। কেন্দ্রীয় সরকার যে পরিমাণ অর্থ পাঠায়, সেই টাকা ব্যয় করা হলে, অনেকটা সুরাহা হত...। রাজ্যে শিল্প নেই, চাকরি প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে, টেটে-এসএসসি হচ্ছে না...। শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে না। বিজেপি ক্ষমতায় এলে, তাঁদের দাবি তুলে ধরব...।’’


রাজ্যে পার্শ্ব শিক্ষকের সংখ্যা প্রায় আটচল্লিশ হাজার! বিধানসভা ভোটের আগে তাঁদের ক্ষোভকেই হাতিয়ার করতে সক্রিয় হয়েছে বিজেপি।