সুনীত হালদার, হাওড়া: অবসর নেওয়ার পর নির্বাচনী বুথের দায়িত্ব সরকারি কর্মীকে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হাওড়ায়।


প্রশাসন সূত্রে খবর, জেলা তথ্য এবং সংস্কৃতি দফতরের কর্মী কমল কুমার হাজরা গত ৩১ মার্চ সরকারি পদ থেকে অবসর নেন। ওই ডিপার্টমেন্ট থেকে তাঁকে ফেয়ারওয়েল পর্যন্ত দেওয়া হয়। 


কিন্তু ওই কর্মচারী গত ২৫ ফেব্রুয়ারি হাওড়ার নরসিংহ দত্ত কলেজে ভোটের ট্রেনিং নেন। তাঁকে দায়িত্ব দেওয়া হয় সেকেন্ড পোলিং অফিসার হিসাবে। 


গত ৩০ মার্চ তাঁকে দ্বিতীয় দফার প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি প্রথম পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পান। আগামী ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটে জগৎবল্লভপুর এর চিন্তামণি ইনস্টিটিউটে ফর বয়েজ স্কুলে ভোটের কাজে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। 


তাঁর যাবতীয় কাগজ এবং পরিচয়পত্র তাঁকে দিয়ে দেওয়া হয়। প্রিসাইডিং অফিসার যদি অসুস্থ হয়ে পড়েন তাঁকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নিতে বলা হয়েছে। 


এমনকি ট্রেনিং বাবদ তার অ্যাকাউন্টে প্রাপ্য টাকাও ঢুকেছে। এই পরিস্থিতিতে অবসর গ্রহণের পর তাঁকে দেখা গেল সরকারি অফিসে বসে কাজ করতে।


এদিকে জেলাশাসক মুক্তা আর্য জানান, ভোটের ডিউটি করার কথা নয় কমল কুমারের। তিনি যদি আবেদন করেন, তাঁর ডিউটি বাতিল হবে।