গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: বীরভূমের দু’জায়গায় রাজনৈতিক অশান্তি। দুবরাজপুরে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, সাঁইথিয়ায় তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অস্বীকার দু’পক্ষের।


শেষ দফায় ভোট বীরভূমে! ভোটের মুখে লালমাটির জেলায় চড়ছে উত্তেজনার পারদ!


দুবরাজপুরে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ায়। অন্যদিকে, সাঁইথিয়ায় আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসে! 


গেরুয়া শিবিরের দাবি, রবিবার দুবরাজপুরের কাঁটাপালন গ্রামের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা লাগানো হয়। সোমবার সকালে সেগুলি পোড়া অবস্থায় পাওয়া যায়। বিজেপির দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল। 


 



 


অন্যদিকে, সাঁইথিয়া বিধানসভার হাটইকরা গ্রামে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 


বীরভূমের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘দুবরাজপুরের ঘটনায় আমাদের কেউ যুক্ত নয়, এটা বিজেপি গোষ্ঠীকোন্দল। বিজেপির বরং আমাদের পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে হাটইকরা গ্রামে ৷’’


বীরভূমের বিজেপি নেতা প্রভাত চট্টোপাধ্যায় জানান, ‘‘হাটইকরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির কেউ যুক্ত নয়, তৃণমূল সন্ত্রাস করতে পতাকা পুড়িয়ে দিচ্ছে, হামলা করছে, এভাবে বিজেপিকে রোখা যাবে না।’’


সব মিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে রবীন্দ্রভূমে ততই রাজনৈতিক তরজা বাড়ছে।