কলকাতা: নেই কোনও অলঙ্কার। আছে দ্বিতল বাড়ি আর মোটা ব্যাঙ্ক ব্যালান্স। শেয়ার নয়, ভরসা রাখেন জীবন বিমায়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়-আশয় এমনই। এক দশকের বেশি ধরে তৃণমূলের মহাসচিব ক্ষমতায় আসার আগে ছিলেন বিরোধী দলনেতা ৷ সরকারে আসার পর টানা মন্ত্রিত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সদস্য পার্থ চট্টোপাধ্যায় আরও একবার জনতার দরবারে।
২০০১ থেকে টানা বেহালা পশ্চিম থেকে জিতে আসছেন শাসক দলের বর্ষীয়ান নেতা ৷ ভোটযুদ্ধের আগে ১৯ মার্চ মনোনয়ন জমা দেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে মোট আয় ৫ লক্ষ ৩৯ হাজার ৭২০ টাকা। হলফনামা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল ১ লক্ষ ৪৮ হাজার ৬৭৬ টাকা। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থীর চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ৬৪ লক্ষ টাকা।
শেয়ার, ডিবেঞ্চারে কোনওরকম বিনিয়োগ না থাকলেও শিক্ষামন্ত্রীর এলআইসির পলিসি আছে ২৫ লক্ষ টাকার। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তি ৯০ লক্ষ ৯৪ হাজার ৮৬৩ টাকা ৷ শিক্ষামন্ত্রী হলফনামায় জানিয়েছেন তাঁর নামে কোনও অলঙ্কার, গাড়িও নেই ৷
পৈত্রিক সম্পত্তি বলতে নাকতলায় রয়েছে দেড় কাঠা জমির উপর দোতলা বাড়ি। যার দাম ২৫ লক্ষ টাকা ৷ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৮৬৩ টাকা ৷ আশুতোষ কলেজের প্রাক্তনী পার্থ চট্টোপাধ্যায় ৬ বছর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট করেন।