কলকাতা: রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি। বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে (Baranagar By-Election) বিজেপি প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)। একইসঙ্গে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী ভাস্কর সরকার।


 



ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর সরকার


বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির: ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৮তম লোকসভা নির্বাচন। এবার মোট ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। আর ৭ দফাতেই ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। ফল ঘোষণা হবে ৪ জুন। লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এর মধ্য়ে রয়েছে এরাজ্য়ের বরানগর এবং ভগবানগোলা। ৭ মে তৃতীয় দফার লোকসভা ভোটের দিন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। আর বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১ জুন, সপ্তম দফা লোকসভা ভোটের সঙ্গে। বরানগরের বিধায়ক তাপস রায়, ইস্তফা দিয়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির মৃত্য়ু হয়েছে। লোকসভা ভোটের সঙ্গেই ওই একইদিনে অর্থাৎ ৪ জুন ফল ঘোষণা হবে বিধানসভা উপনির্বাচনের। 


লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়েছেন তাপস রায়। চলতি মাসেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে গেরুয়া শিবির। তাপস রায় বিধায়ক পদ ছাড়ায় বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তার দিনক্ষণ আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। এবার বরানগর কেন্দ্রে উপনির্বাচনের বিজেপিকে প্রার্থী করল সজল ঘোষকে। এদিন তিনি বলেন, আমি অত্যন্ত খুশি, আমি গর্বিত। আমি দায়বদ্ধ। পার্টি যে স্বীকৃতি আমাকে দিয়েছে তা যেন আমি রাখতে পারি। সহযোগিতা চাই, গঠনমূলক সমালোচনা চাই। আমি আশা করি এবং বিশ্বাস করি মানুষ গণতন্ত্রের পক্ষেই রায় দেবে। চোরেদের পক্ষে নয়। জিতব।''


অন্যদিকে, চলতি বছর প্রয়াত হন ১৬ ফেব্রুয়ারি ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। বসিরহাট লোকসভার প্রাক্তন সাংসদ ছিলেন তিনি। সোমেন মিত্রর হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি। ২০১১ সালে তৃণমূলের টিকিটে লড়েছিলেন তিনি। কিন্তু সেবার হেরে যান। এরপর ২০১৪ সালে তাঁকে লোকসভা ভোটে টিকিট দেয় তৃণমূল। বসিরহাটের সাংসদ হন তিনি। এরপর ২০২১ সালে ভগবানগোলা থেকে জিতে বিধায়ক হয়েছিলেন ইদ্রিশ আলি। তাঁর মৃত্। ইদ্রিশ আলি প্রয়াত হওয়ায় ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Coochbehar News: তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি, কাঠগড়ায় বিজেপি