সমীরণ পাল, খড়দা (উত্তর ২৪ পরগনা) : উপনির্বাচনে এবার অন্যতম নজরকাড়া কেন্দ্র খড়দা। যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মন্ত্রিসভার এক সদস্য। খড়দায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে লড়ছেন জয় সাহা। বিধানসভা ভোটের সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস, উপনির্বাচনেও আছেন লড়াইয়ে। 


উৎসবের মধ্যেই বাংলায় আরও এক ভোটযুদ্ধ। উত্তর ২৪ পরগনার খড়দা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটায় উপনির্বাচন। শুধু শান্তিপুরে লড়াই চতুর্মুখী, বাকি তিন কেন্দ্র ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিধানসভা ভোটে ৪ কেন্দ্রের স্কোরশিট ছিল ২-২। উপনির্বাচনের ফল কী হবে?


বিধানসভা নির্বাচনে অমিত মিত্র-র পরিবর্তে ভোটে লড়ে জিতলেও কোভিডের কাছে হার মানতে হয়েছিল তৃণমূলের কাজল সিনহাকে। বিধানসভা ভোটে লড়ে তিনি জয়ী হয়েছেন সেই খবর পাওয়ার আগেই মারণ ভাইরাস কেড়ে নিয়েছিল তাঁর প্রাণ। অপরদিকে ভবানীপুর কেন্দ্রে ভোটে লড়ে জিতেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে আসন ছেড়ে দেন তিনি। এবারে তাই তিনি খড়দার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী।


খড়দা বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩৫। মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮ জন। খড়দায় মোট ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। খড়দা বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে। করোনা আবহে ভোট। তাই নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।


আরও পড়ুন- মনোনয়ন পর্ব থেকেই চলছে সংঘাত, ভোটের মুখে তীব্র সংঘাত, উপনির্বাচনে বাড়তি নজর দিনহাটায়


নির্বাচন কমিশন সূত্রে খবর, ৩০ অক্টোবর ভোটের দিন কোচবিহারের দিনহাটার ৪১৭টি বুথের দায়িত্বে থাকবে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নদিয়ার শান্তিপুরের ৩৫৯টি বুথে ১৯ কোম্পানি। উত্তর চব্বিশ পরগনার খড়দার ৩৩৫টি বুথে ১৭ কোম্পানি। এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার ৩৩০টি বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে ২০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। একটি ভোটকেন্দ্রে যদি একটি বুথ থাকে, সেখানে থাকবেন ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ২ থেকে ৪টি বুথ থাকলে, ৮ জন। ৫ থেকে ৮টি বুথ থাকলে ১৬ জন এবং ৯ বা তার বেশি বুথ থাকলে, নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২৪ জন জওয়ান।