সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য ও সুজিত মণ্ডল: পুজো মিটলেই আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ইতিমধ্য়েই কার্যকর হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি।
তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন তিন আসনের তৃণমূল প্রার্থী। এদিন নিজ নিজ কেন্দ্রে মনোনয়ন জমা দেন শোভনদেব চট্টোপাধ্যায়, উদয়ন গুহ এবং ব্রজকিশোর গোস্বামী।
পুজো মিটলেই খড়দা বিধানসভা আসনে উপনির্বাচন। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শ্যামের মন্দিরে পুজো দেন খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
এরপর ব্যারাকপুরে মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। ভোটের ফল ঘোষণার আগে মৃত্যু হয় খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিন্হার। সেই আসনেই তৃণমূল এবার প্রার্থী করেছে শোভনদেব চট্টোপাধ্যায়কে।
৩০ অক্টোবর কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এদিন মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।
২০১৬-য় ফরওয়ার্ড ব্লকের টিকিটে দিনহাটা কেন্দ্রে জিতে তিনি বিধায়ক হন। পরে যোগ দেন তৃণমূলে। একুশের ভোটে তৃণমূলের হয়ে লড়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হন উদয়ন গুহ। দিনহাটা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে অশোক মণ্ডলকে।
শান্তিপুর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। রানাঘাট মহকুমা শাসকের দফতরে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ কর।
মোদি ম্যাজিক বলে কিছু নেই, রাজ্যজুড়ে মমতার ক্ষমতা, বিজেপিকে কটাক্ষ সায়নী ঘোষের। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। শান্তিপুরে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস।
বিধানসভা ভোটে জিতেও দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ভোটের ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার।
অন্যদিকে বিধায়ক পদে শপথ নেওয়ার পরে কোভিড পরবর্তী জটিলতায় মারা যান গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। ফলে এই আসনগুলিতে উপনির্বাচনের প্রয়োজন হয়।
আরও পড়ুন: ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
আরও পড়ুন: রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট