কলকাতা: 'সব স্বপ্ন হবে সত্যি বলছে মিঠুন চক্রবর্তী...'
'টুম্পা সোনা' গানের সুবাদে এই লাইনটি এখন লোকের মুখে মুখে ফিরছে। আর তারই মাঝে স্বয়ং মিঠুন চক্রবর্তী ফের সংবাদ শিরোনামে। ফের সক্রিয় রাজনীতিতে পা দিয়েছেন মহাগুরু। রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির সভায় গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন। সিনেমার জনপ্রিয় সংলাপ আওড়েছেন। তারপর থেকেই জোর জল্পনা, মিঠুনই কি তবে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী?
রাজনৈতিক জল্পনা চলছে। আর তারই ফাঁকে শুরু হয়ে গিয়েছে আর একটি জল্পনা। মঙ্গলবার বিকেলে মিঠুন আর সদ্য বিজেপিতে যোগ দেওয়া আর এক অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে আড্ডা দিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় তিনজনের ছবি পোস্ট করে রুদ্রনীল লিখেছেন, 'আড্ডা যখন অন্যরকম।' সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
তারপর থেকেই শোরগোল টলিউডে। মহাগুরুর পর এবার কি তবে মহাপ্রভু নাম লেখাচ্ছেন গেরুয়া শিবিরে? বিজেপিতে যাচ্ছেন যিশু!
অভিনেতা নিজে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে রুদ্রনীল জানিয়েছেন, যিশু কী করবেন সেটা তাঁর ব্যাপার। রুদ্রনীল বলেছেন, 'এখন তো সর্বত্র রাজনীতির চর্চা চলছে। রান্নাঘরেও নির্বাচন নিয়ে কথা হচ্ছে। যিশু কী করবে, সেটা ওর ব্যাপার।'
যিশু এখনও পর্যন্ত বিজেপির সদস্য নন। রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, যিশু বিজেপিতে যোগ দেবেন, না ভোট দেবেন, সেটা ওঁর ব্যক্তিগত বিষয়। তবে এই আড্ডা সিনেমার আড্ডা নয়। টলিউডের সমস্যা নিয়েই বেশি কথা হয়েছে মিঠুন আর যিশুর সঙ্গে। রুদ্র এ-ও জানিয়েছেন যে, যিশু জানেন টলিপাড়ার আসল সমস্যা কোথায়। রুদ্রনীল বলছেন, ‘ইন্ডাস্ট্রির সমস্যার কথা বহুবার মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল। কোনও সুরাহা হয়নি। ইন্ডাস্ট্রির এই সমস্যাগুলোর সমাধান না হওয়ায় যিশু নিজেও ক্ষুব্ধ। এবং চায় যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা হোক।’ যিশু কি বিজেপিতে যোগ দেবেন? রুদ্রনীলের ইঙ্গিতপূর্ণ জবাব, ‘মহাগুরুই বলতে পারবেন মহাপ্রভু কী করবেন।’