কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ভোটের মুখে জল্পনা বাড়ালেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দেবশ্রী বললেন, তিনি আর রায়দিঘিতে যেতে চান না। এ বিষয়ে কথা বলতে চান দলের সঙ্গে। যে কথা শুনে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন শোভন ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছিলই। প্রথমে রায়দিঘিতে গিয়ে শোভন-বৈশাখীর দেবশ্রীকে আক্রমণ, তারপর শোভন ও বৈশাখীর বিরুদ্ধে দেবশ্রীর মানহানির মামলা, যেখানে তাত্পর্যপূর্ণভাবে দেবশ্রীর তরফে সাক্ষী হন শোভন-পত্নী রত্না। সম্পর্কের এই নতুন সমীকরণের মধ্যেই জল্পনা বাড়ালেন দেবশ্রী স্বয়ং।
বুধবার আলিপুর আদালতে এসেছিলেন রায়দিঘির বিধায়ক। তাঁর সঙ্গে ছিলেন রত্না। তাঁকে পাশে রেখেই দেবশ্রী জানিয়ে দিলেন, তিনি আর রায়দিঘিতে যেতে চান না।
দেবশ্রী বলেন, ‘দূরে থাকা মানে রাজনীতিতে নেই এমনটা নয়। শীঘ্রই দেখা যাবে আমাকে। কিন্তু রায়দিঘিতে নয়। কুত্সায় আহত হয়েছি। দলের সঙ্গে আলোচনা করতে চাই৷’
যা শুনে দেবশ্রীর বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শোভন-বৈশাখী। বিজেপি নেতা ও বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘তাহলে আমার যা অভিযোগ, সেটাই সত্যি। আমার লজ্জা করে ওই বিধায়কের পক্ষে দাঁড়িয়েছিলাম। তাহলে মামলার দরকার কী আছে?’
বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘আমরা তো বেহালায় ঢুকেছি। উনি রায়দিঘি যান। বিজেপি প্রার্থী ওঁর জামানত জব্দ করবে।’
একটা সময় শোভন ও রত্নার সংসারে অতিথি বন্ধু ছিলেন দেবশ্রী। রায়দিঘিতে দেবশ্রীকে জেতানোর দায়িত্ব শোভনকেই দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু, এখন সমীকরণ বদলেছে। এখন শোভন-বৈশাখীর সম্পর্ক গাঢ়, শোভন-দেবশ্রীর সম্পর্ক তিক্ত! আর দেবশ্রীর সঙ্গে রত্নার সম্পর্ক দৃঢ়!
বঙ্গ রাজনীতিতে ট্রেন্ড শোভন-বৈশাখীর বন্ধুত্ব। তারই সমান্তরাল জুটি দেবশ্রী-রত্না। রত্না এখন তাঁর অতীতের উদাহরণ টেনে বলছেন, দেবশ্রী তাঁদের পারিবারিক বন্ধু।
এ প্রসঙ্গে রত্নার মন্তব্য, ‘দেবশ্রী ভাল বন্ধু। পারিবারিক সম্পর্ক ছিল। দেবশ্রীকে মা খুব ভালোবাসত। এখন শোভনের কাছে দেবশ্রী খারাপ হয়ে গেছে।’
রত্নার অভিযোগের পাল্টা উত্তর দিয়েছেন শোভন-বৈশাখী। শোভন বলেছেন, ‘এই রত্নাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেছিল যে দেবশ্রী তার পারিবারিক অশান্তির কারণ। এখন সাপে-নেউলের জোট হয়েছে। শুঁড়ির সাক্ষী মাতাল।’
পাশাপাশি বৈশাখী বলেছেন, ‘টলি ক্লাবে দেবশ্রী সম্পর্কে রত্না গল্প করেছিলেন। আর মুখ খোলাবেন না। দেবশ্রী একটা আঁতাত বলেছিলেন। এখন এসব আয় তবে সহচরী হচ্ছে।’
এদিকে, এদিন কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলার প্রেক্ষিতে শোভনকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।