হিন্দোল দে, কলকাতা: ভোটের মুখে গেরুয়া শিবিরে যোগ দিতেই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমে বিজেপির প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লড়াই কঠিন মেনে নিয়েও, জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপির তারকা প্রার্থী।


লাইট-অ্যাকশন-ক্যামেরার সঙ্গে যাঁরা এতদিন মানানসই ছিলেন, ভোটের মুখে রাজনীতির রঙ্গমঞ্চে এখন তাঁদের ভিড়। সম্প্রতি, কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষদের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেছিলেন, ‘এতদিন সবাই আমাকে রূপোলি পর্দায় দেখেছেন। সবার ভালোবাসা পেয়ে আমি ঘরের মেয়ে হয়ে উঠেছি। আমারও দায়িত্ব রয়েছে মানুষদের জন্য কিছু কাজ করার। ভারতীয় জনতা পার্টি আমায় দলের সদস্য হওয়ার যোগ্য বলে মনে করেছেন, এতে আমি আপ্লুত।’


‘গয়নার বাক্স’, ‘অমানুষ’, ‘কাটমুন্ডু’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বুনো হাঁস’ ছবির অভিনেত্রী শ্রাবন্তীকে একাধিকবার তৃণমূলের মঞ্চে দেখা গেছে। সেই শ্রাবন্তী, গেরুয়া শিবিরে যোগ দিতেই, তাঁকে বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। আর রাজনীতিতে নাম লেখানোর পরই ময়দানে নেমে পড়েছেন বিজেপির তারকা প্রার্থী। ছোট ছোট মিছিলের পাশাপাশি ভোটারদের ঘরে পৌঁছে যাচ্ছেন শ্রাবন্তী।


আরও পড়ুন: WB Election 2021: দলের প্রার্থীর বিরুদ্ধে ঠাকুরবাড়িকে অপমানের অভিযোগ মমতাবালার, গাইঘাটায় অশান্তি তৃণমূলের সংসারে?


ভোট-প্রচারে বিজেপি প্রার্থী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন জন সংযোগে। কখনও বাজারে গিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলছেন। শুনছেন বিক্রেতাদের অভাব-অভিযোগের কথা। কেউ করছেন আশীর্বাদ। কেউ আবার প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে তুলছেন সেলফি। হাসিমুখে গুনমুগ্ধদের সব আবদার মেটাচ্ছেন বিজেপির তারকা প্রার্থী। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, ‘‘গোটা এলাকায় ঘুরছি, ভাল সাড়া পাচ্ছি, বেহালার অভাব অভিযোগ শুনছি।’’


পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সঙ্গে কথাও বলেছেন শ্রাবন্তী। কখনও পায়ে হেঁটে, কখনও আবার হুড খেলা গাড়িতে এলাকায় প্রচার সারছেন বিজেপি প্রার্থী। বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী শ্রাবন্তীর সঙ্গে লড়াই তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় ও সিপিএমের নীহার ভক্তের। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অবশ্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ তিনি বলেন, ‘লড়াই কঠিন হলেও জিতব।’ লড়াই জমজমাট ৷ তবে শেষ হাসি কে হাসেন, সেটাই দেখার ৷