কলকাতা: ভোটের দিন কলকাতায় দফায় দফায় বোমাবাজির ঘটনা ৷ জোড়াসাঁকো বিধানসভা এলাকায় ফের বোমাবাজি হয় সকালে ৷ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার রবীন্দ্র সরণিতে বোমাবাজির ঘটনা ঘটে ৷ বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে ৷
ভোটের দিন সকালে খাস কলকাতায় বোমাবাজি। মহাজাতি সদনের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরে পরপর দুটি বোমা ছোড়া হয়। সকাল ৭টা ৫০ নাগাদ বোমাবাজির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, শক্তিশালী বোমা ছিল। দাবি, বোমার ভিতর স্প্লিন্টার হিসেবে ছিল লোহার বল।
জোড়াসাঁকো বিধানসভার তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাড়িতে করে এসে বোমা ছোড়ে। সংখ্যালঘু এলাকার ভোটারদের ভয় দেখাতেই বোমাবাজি বলে তৃণমূল প্রার্থীর অভিযোগ।
এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মহাজাতি সদনের কাছে রাস্তার পাশে বোমাবাজি হয়। রাস্তায় বোমার দাগ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুষ্কৃতীরা গাড়িতে করে এসে বোমা ছোড়ে। তবে কে বা কারা বোমা ছুড়েছে, তা স্পষ্ট নয়। এলাকায় প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়। স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তারা ৷
জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী মিনাদেবী পুরোহিতের দাবি, যেখানে বোমাবাজি হয়েছে, কিছুক্ষণ পরেই সেখানে আসার কথা ছিল তাঁর। এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই বোমাবাজি করা হয়েছে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তর অভিযোগ, সংখ্যালঘু এলাকায় ভোটারদের ভয় দেখাতেই বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুড়েছে।
এদিন মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে ধস্তাধস্তি। কল্যাণ চৌবেকে ধাক্কা, হাতাহাতি, ধস্তাধস্তির অভিযোগ। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। তৃণমূলের দাবি, গোলমাল পাকাতে এসেছিলেন বিজেপি প্রার্থী। কল্যাণ চৌবে পাল্টা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, এখানে ভোটগ্রহণ প্রক্রিয়া মন্থর করে দেওয়া হয়েছে। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তাঁকে নিগ্রহ করেছে বিজেপির লোকজন।