কলকাতা:  নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর ৮০ বছরের মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ রাজ্য ও কেন্দ্রীয় স্তরের একাধিক বিজেপি নেতা। একইসঙ্গে আক্রমণ করেন রাজ্যের শাসক দলকেও।  গেরুয়া শিবিরের অভিযোগ, ওই ঘটনার জেরেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাল্টা দাবি, বৃদ্ধা অসুস্থ ছিলেন, এর পিছনে রাজনীতি নেই। 


নিমতায় বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর ঘটনায় ট্যুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, তৃণমূলের গুন্ডাবাহিনীর নৃশংস হামলায় বাংলার মেয়ে শোভা মজুমদারের মৃত্যুতে আমি মর্মাহত। এই মৃত্যুর যন্ত্রণা মমতা দিদিকে দীর্ঘদিন বিদ্ধ করবে। হিংসামুক্ত ভবিষ্যৎ গড়তে বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ্য গড়ার লক্ষ্যে বাংলা লড়াই করবে। 


ট্যুইট করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি লেখেন, নিমতার ‘বৃদ্ধা’ মা শোভা মজুমদারের আত্মার শান্তি কামনা করি। ছেলে গোপাল মজুমদার বিজেপি করায় আজ তাঁকে প্রাণ দিতে হল। বিজেপি এই বলিদানকে মনে রাখবে। ইনিও বাংলার ‘মা’ ছিলেন, ইনিও বাংলার ‘মেয়ে’ ছিলেন। বিজেপি সবসময় বাংলার মা ও মেয়েদের সুরক্ষার জন্য লড়াই করবে।


অরবিন্দ মেনন ট্য়ুইট করে লেখেন, ওম শান্তি! তৃণমূলী গুন্ডাদের হাতে নির্মমভাবে আহত হওয়া ৮৫ বছর বয়সী শোভা মজুমদার আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন! মমতা দিদিকে তার অত্যাচারের জন্য বাংলা কখনই ক্ষমা করবে না!


 



 


অমিত মালব্য ট্য়ুইটে লেখেন, বাংলার এই কন্যা, কারও মা, কারও বোন মারা গেলেন। তৃণমূলের ক্যাডাররা তাঁকে নির্মমভাবে মারধর করে। অথচ, তাঁর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সহানুভূতির শন্দ নেই। এই পরিবারের আঘাত কে সারাবে? তৃণমূলের হিংসার রাজনীতির ফলে বাংলার হৃদয়ে আঘাত করেছে।


ট্যুইটে শোকপ্রকাশ করেন সৌমিত্র খাঁ। তিনি লেখেন, তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত উত্তর দমদমের বিজেপি কর্মী গোপাল দাসের মা আজ সকাল বেলায় মারা গিয়েছেন। মাসখানেক আগে গোপাল দাস এবং তার মাকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করেছে তৃণমূলের গুন্ডাবাহিনী। লজ্জা লজ্জা ।


অর্জুব সিংহ বলেন, উত্তর দমদমের বিজেপি কর্মী গোপাল মজুমদারের বৃদ্ধ মায়ের ছবি দেখলেই বুঝে যাবেন, তৃণমূলের গুণ্ডারা তাঁর কী হাল করেছিলেন। আজ তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে শ্রদ্ধাঞ্জলি। 


আরেক নেতা রাজু বিস্ত লেখেন, বিজেপি কর্মী গোপাল মজুমদারের মা শোভা মজুমদারের মৃত্যুতে গভীর শোকাহত। 


 



 


দলের রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ট্যুইটে লেখেন, মনে আছে নিমতা কাণ্ডের সেই 'মা' কে নৃশংস ভাবে মেরেছিলো তৃণমূল বাহিনীরা তাঁর ছেলে বিজেপি করার জন্য l এতদিন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন আজ আমাদের ছেড়ে চলে গেলেন,ওঁনার আত্মার চির শান্তি কামনা করি l বাংলা কখনো এই হত্যাকারীদের ক্ষমা করবেন না l বাংলা কোনো রক্ত চোষা খুনি মেয়ে কে চায় না..


২৬ ফেব্রুয়ারি, ভোটের নির্ঘন্ট ঘোষণার রাতে নিমতায় বাড়িতে ঢুকে বিজেপি কর্মী ও তাঁর মাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেশ কিছুদিন বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধা। তিনদিন আগে বাড়িতে ফেরেন। গতকাল রাতে বাড়িতেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। আজ সকালে বাড়িতে যান উত্তর দমদম বিধানসভার বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার।