দীপক ঘোষ ও সুনীত হালদার, কলকাতা: ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ।শেষবার বাংলায় এসে গেছিলেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে।
সম্প্রতি নেতাজির জন্মদিবসে বাংলায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।যান নেতাজি ভবনে।
আর এবার বঙ্গ সফরে অমিত শাহ যাবেন বেলুড়-মায়াপুর-ঠাকুরনগরে।সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে বাঙালির সাংস্কৃতিক ও ধর্মীয় আবেগ ছুঁতে মরিয়া বিজেপি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী,শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার সকাল ১০.৪৫ মিনিটে তিনি যাবেন নদিয়ার মায়াপুরে।
সেখানকার কর্মসূচি সেরে শনিবার দুপুর ২.৪০ মিনিটে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর যাবেন অমিত শাহ। সেখানে জনসভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
শনিবার সন্ধে ৬.৪৫ মিনিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।বিজেপির সোশাল মিডিয়ার কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর বৈঠকের কথা আছে।
৩১ জানুয়ারি, অর্থাৎ রবিবার সকাল সাড়ে ১১টার সময় ভারত সেবাশ্রমে যাবেন অমিত শাহ।
অমিত শাহর রবিবারের সফরসূচিতে বিদ্যাসাগরের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানোর কথা ছিল। বিজেপি সূত্রের খবর,সেই সূচি সম্ভবত বাতিল হতে চলেছে। কারণ, রাজ্য সরকারের অধিগৃহীত বিদ্যাসাগরের বাড়িতে যাওয়ার অনুমতি চেয়ে পূর্ত দফতরের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। কিন্তু এখনও তার উত্তর আসেনি।
২০১৯-এর ১৪ মে, লোকসভা ভোটের আগে কলকাতায় অমিত শাহর রোড শো-র সময় তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে।
সেদিন বিদ্যাসাগর কলেজের মধ্যে ঢুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আছড়ে ভাঙে দুষ্কৃতীরা।
এ নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে দোষারোপের পালা চলেছে বিস্তর।
এই বিতর্কের মধ্যেই শনিবার অমিত শাহ যাওয়ার কথা ছিল বিদ্যাসাগর স্ট্রিটে, বর্ণপরিচয়ের স্রষ্টাকে শ্রদ্ধাকে জানাতে। কিন্তু রাজ্য সরকারের অনুমতি না মেলায় সেই সূচি বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও, বিদ্যাসাগর-কে নিয়ে রাজনৈতিক সংঘাতের শেষ নেই।
দমকলমন্ত্রী সুজিত বসু বলেছেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, সেটা বাংলার মানুষ ভালভাবে নেবে না।
রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা বলেছেন, চক্রান্ত করে ওরাই ভেঙেছিল।
রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভা করবেন অমিত শাহ। সেখানে তৈরি হচ্ছে ১০০ ফুট বাই ৬৫ ফুটের মঞ্চ।সভাস্থলে ঢোকার জন্য ৪টি এন্ট্রি পয়েন্ট রাখা হচ্ছে।
ওই সভায় অমিত শাহ-র হাত ধরে অনেকে বিজেপিতে যোগদান করতে পারেন বলে সূত্রের খবর।সফরসূচি অনুযায়ী,ডুমুরজলার সভার পর উলুবেড়িয়ায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সেখানে মধ্যাহ্নভোজের পর তাঁর রোড শো করার কথা থাকলেও, পরে তা বাতিল করা হয়।
পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো বলেছেন, উলুবেড়িয়ায় রাজনৈতিক অনুষ্ঠান বাতিল হয়েছে, পরে এই অনুষ্ঠান হতে পারে।
মুখপাত্র, হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুকান্ত পালের কটাক্ষ, এখানে তৃণমূলের সাংগঠনিক শক্তি দেখে বিজেপি অনুষ্ঠান বাতিল করেছে।
সফরসূচি অনুযায়ী, রবিবার দুপুর ৩.২০ নাগাদ বেলুড় মঠে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
WB Election 2021: কাল আসছেন অমিত শাহ, এখনও মেলেনি অনুমতি, বাতিল হতে পারে কলকাতায় বিদ্যাসাগরের বাড়িতে যাওয়ার কর্মসূচি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2021 10:28 PM (IST)
রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভা করবেন অমিত শাহ। সেখানে তৈরি হচ্ছে ১০০ ফুট বাই ৬৫ ফুটের মঞ্চ।সভাস্থলে ঢোকার জন্য ৪টি এন্ট্রি পয়েন্ট রাখা হচ্ছে।
ওই সভায় অমিত শাহ-র হাত ধরে অনেকে বিজেপিতে যোগদান করতে পারেন বলে সূত্রের খবর।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -