বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ায় তৃণমূল নেতা কুরবান আলি শাহ খুনের ঘটনায় জেলবন্দি আনিসুর রহমানের মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। তমলুক জেলা আদালতে ইতিমধ্যেই মামলা প্রত্যাহার সংক্রান্ত নির্দেশ এসেছে বলে সূত্রের খবর।


সম্প্রতি নন্দীগ্রামের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া জেলবন্দি আনিসুর রহমানের নাম। সূত্রের দাবি, এবার জেলবন্দি আনিসুর রহমানের বিরুদ্ধে থাকা মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। তমলুক জেলা আদালতে ইতিমধ্যে মামলা প্রত্যাহার সংক্রান্ত নির্দেশ এসেছে বলে সূত্রের খবর। ২০০৭-এ আনিসুরের বাইকে চেপে নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন আনিসুর। সেবছরই তৃণমূল নেতা কুরবান আলি শাহর খুনের ঘটনায় বিজেপিতে যাওয়া আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়।


তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। চার্জশিটও জমা দেয় পুলিশ। রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারীর বিরোধী হিসেবেই পরিচিত ছিলেন আনিসুর। সম্প্রতি মুখ্যমন্ত্রী আনিসুরের নাম করার পর, পাল্টা কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘আজ পাঠিয়েছে। আমি কাউকে জেলে ঢোকাইনি আপনার পুলিশ জেলে ঢুকিয়েছিল। ১৪ মার্চ তো ছিলই না আমিই ওকে তৃণমূলে আনি।’’ এই টানাপোড়েনের প্রেক্ষাপটে আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হল। ১ এপ্রিল নন্দীগ্রামে বিধানসভা ভোট ৷ সেখানে কি এই ঘটনার কোনও ছাপ পড়বে? উত্তর মিলবে ২ মে।