সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: হুগলির উত্তরপাড়ায় বজরং দলের নাম করে ‘হুমকি’-পোস্টার। এই পোস্টারে লেখা রয়েছে, ‘সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে নয়। পাশ্চাত্য সংস্কৃতি মানা হবে না। সরস্বতী পুজোয় যুগলে ঘুরতে দেখলেই ব্যবস্থা। ক্ষমতায় এলে সংস্কৃতি বদল হবে।’
বজরং দলের নাম করে হুমকি পোস্টারের নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বজরং দলের গুন্ডামি বরদাস্ত করা হবে না।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পোস্টারের বিষয়বস্তুকে সমর্থন করে বিজেপি। তবে বিষয়বস্তুকে সমর্থন করলেও হুমকিকে সমর্থন নয়।’
অন্যদিকে, বজরং দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কোনও পোস্টার দেয়নি।