সুদীপ চক্রবর্তী, করণদিঘি: ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষ এবং দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পিকনিক কর্মসূচির আয়োজন করল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গতকাল করদিঘি ব্লকের ২৪৩ নম্বর যুজারপুর বুথে এই পিকনিক কর্মসূচির সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল। যুজারপুর বুথের নেতৃত্ব এবং তৃণমূল কর্মীরা এই পিকনিক কর্মসূচিতে যোগ দেন।
এই কর্মসূচীতে যোগ দেওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমুল কর্মীদের পেটপুরে খাওয়ানোর পাশাপাশি তাঁদের হাতে দলের ক্যালেন্ডারও তুলে দেওয়া হয়। ‘রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়’-এর বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচারও করেন তৃণমূল নেতারা।
এই কর্মসূচির উদ্বোধন করে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল বলেন, ‘তৃণমূল কংগ্রেস পার্টির নির্দেশে করণদিঘি বিধানসভার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের যুজারপুর বুথে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’এই কর্মসূচিকে উদ্দেশ্য করে স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের নিয়ে একটি পিকনিক করা হল। কন্যাশ্রী থেকে রূপশ্রী, পথশ্রী, পাড়ায় সমাধান, দুয়ারে সরকার থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর কার্ড-রাজ্য সরকারের এই জনমুখী প্রকল্পের কথাগুলো মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি জনমুখী প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেসের ক্যালেন্ডার বিতরণ করা হল। ভোটের আগে করণদিঘি বিধানসভা অঞ্চলে ৪০টি মৌজায় এই কর্মসূচি পালিত হবে।’
তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ নিয়ে এই পিকনিক কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। এই ধরনের কর্মী সম্মেলন বা পিকনিকের ফলে সাধারণ মানুষের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া গেল।
‘বিজেপির অপপ্রচার, সবকিছু মোদি করেছেন, তা যে মিথ্যা ও ভুল, সেটা এখানে এসে অনেক সাধারণ মানুষ জানতে পারলেন’, জানালেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী মমতা ঘোষ।
বিজেপি অবশ্য এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি।