মুম্বই: আজ বিখ্যাত সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবনের জন্মদিন। ১৯৬৭ সালে তাঁর জন্ম হয়। পাঁচ বছর বয়স থেকে তাঁর সঙ্গীত শিক্ষার শুরু। পরবর্তীকালে কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করলেও, তাঁর গান থামেনি। সঙ্গীতশিল্পী হিসেবেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই জনপ্রিয়তা এমনই, শুধু দেশেই নয়, দেশের বাইরেও তিনি বিখ্যাত হয়ে উঠেছেন। তাঁর ‘ব্রেথলেস’ ভারতীয় সঙ্গীতের ইতিহাসে স্থান পেয়েছে।


শঙ্কর মহাদেবনের প্রথম সঙ্গীতের শিক্ষক ছিলেন শ্রীনিবাস খালে, যিনি তামিল সঙ্গীতের বিখ্যাত ব্যক্তিত্ব। ১৯৯৮ সালে মুক্তি পায় ‘ব্রেথলেস’। এই অ্যালবাম তাঁকে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। ২০০০ সালে প্রথমবার জাতীয় পুরস্কার পান তিনি। একটি তামিল ছবিতে গান গাওয়ার জন্য এই সম্মান লাভ করেন তিনি। ২০১৯ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান।


শুধু গান গাওয়াই নয়, সুরকার হিসেবেও নাম করেছেন শঙ্কর মহাদেবন। শঙ্কর-এহসান-লয় জুটি অত্যন্ত জনপ্রিয়। অভিনয়ও করেছেন শঙ্কর মহাদেবন। তবে সঙ্গীতই তাঁর প্রথম পছন্দ। সেই কারণেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও তিনি চাকরির বদলে গানকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তে ভারতীয় সঙ্গীতই উপকৃত হয়েছে।


১৯৯৪ সালে প্রথম কোনও ছবিতে গান গাওয়ার সুযোগ পান শঙ্কর মহাদেবন। পরে তিনি এহসান নুরানি ও লয় মেন্ডোনসার সঙ্গে জুটি বাঁধেন। তাঁরা একসঙ্গে ‘রকফোর্ড’, ‘মিসন কাশ্মীর’, ‘দিল চাহতা হ্যায়’, ‘কাল হো না হো’-র মতো ছবিতে কাজ করেছেন। প্রত্যেকটি ছবির গানগুলিই জনপ্রিয় হয়।


শঙ্কর মহাদেবনের সবচেয়ে জনপ্রিয় গান ‘ব্রেথলেস’ হলেও, ‘দিল চাহতা হ্যায়’, ‘প্রেটি উওম্যান’, ‘মা’-এর মতো গানগুলিও প্রবল জনপ্রিয় হয়।



আজ ট্যুইট করে শঙ্করকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এহসান। তিনি একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমার চেনা সবচেয়ে ইতিবাচক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। শঙ্কর মহাদেবন অন্যতম সেরা সঙ্গীতশিল্পী।’