কলকাতা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে একুশের বিধানসভা নির্বাচন। আর তার আগে বাক্যবাণে একে অপরকে বিদ্ধ করতে ব্য়স্ত সব পক্ষ। আর এই নির্বাচন শুরু হচ্ছে জঙ্গলমহল দিয়ে। সেই জঙ্গলমহলে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচন এলেই ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে বিজেপি। নির্বাচনের আগে গ্যাস বেলুন, নির্বাচনের সময় ক্যাশ বেলুন।


তাঁর কথায়, ঘরের দুয়ারে সাপ লুকিয়ে থাকে, বাঘ থাকে। সাপকে ঢুকতে দেওয়া যাবে না, বাঘকে ঢুকতে দেওয়া হবে না। যখন লড়াই করি, বাঘের বাচ্চার মত লড়াই করি। মাথানত করি নি, মাথা নত করব না। তাঁর প্রশ্ন ‘কিন্তু আমফানের সময় কোথায় ছিল বিজেপি ? হাজার হাজার নেতা ঘুরে বেড়াচ্ছেন, ভোট লুঠের চেষ্টা। লুঠেরা এলে হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন। ধ্বংসের বদলে ধ্বংস চাই না, বদলার বিরুদ্ধে শান্তি চাই। জমি দখল করতে চাইলে বাধা দেবেন। তাঁর কথায়, কৃষকদের অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেরোসিন, গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্রের উজ্জ্বলা যোজনায় কেউ গ্যাস পায় না। শুধু টাকা দিয়ে ভোট চায়, লালচক্ষু দেখে ভয় পাবেন না।


এদিন একযোগে বিজেপি এবং সিপিএমকে আক্রমণ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় তিনি বলেন, সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ। সুশান্ত ঘোষকে সবাই দেখেছে, তপনদের সবাই দেখেছে। ৪০ শতাংশ বেকারি কমিয়েছি, অর্ধেক বেকারি কমানোর লক্ষ্যমাত্রা। মাটির সৃষ্টি প্রকল্পে ২৫০০০ একর অনুর্বর জমিকে উর্বর করার লক্ষ্যমাত্রা। আমি আপনাদের পাহারাদার, দুর্ঘটনা হলেও টাকা দিই। পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া দিয়ে নিয়ে এসেছি।


দলের ইস্তেহারের তৃণমূল নেত্রী এদিন বলেন,  নির্বাচনের পর দুয়ারে রেশন যাবে। ১৮ বছর বয়সী ও তার বেশি বয়সী বিধবাদের পেনশন। ক্ষমতায় এলে সব তফশিলী পরিবারকে ১০০০ টাকা করে দেওয়া হবে। দ্বাদশ শ্রেণিতে উঠলেই ১০০০০ টাকা অথবা ট্যাব কিনে দেওয়া হবে। নবম শ্রেণিতে উঠলেই বিনা পয়সায় সাইকেল। সংখ্যালুঘদের স্কলারশিপ দেওয়া হয়েছে। আগামীতে পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কার্ডে থাকবে ১০ লক্ষ টাকা, সুদ হবে ৪ শতাংশ। কার্ডের টাকা থেকে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, স্কুলের ফিজ জমা দেওয়া যাবে। ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে। ৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে। কৃষক বন্ধু প্রকল্পে ৫০০০ টাকার বদলে মে মাস থেকে ৬০০০ টাকা পাবেন। খেলায় লড়ব, বাঁচব, গড়ব, জিতব বলে এদিন হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।