কলকাতা: শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে ২৩টা আসনই জঙ্গলমহলের চার জেলায়, ৭টা আসন পূর্ব মেদিনীপুরে।
এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার ৯টা, পশ্চিম মেদিনীপুরের ৬টা, বাঁকুড়ার ৪টে, পূর্ব মেদিনীপুরের ৭টা এবং ঝাড়গ্রামের ৪টে আসন রয়েছে।
২০১৬ সালের বিধানসভা ভোটে এই ৩০টি আসনের মধ্যে ২৭টিতেই জিতেছিল তৃণমূল। আর ৩টি আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট।
কিন্তু, তারপর তিন বছরে ছবিটা আমূল পাল্টে গেছে। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই ৩০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ১৭টি আসনে। আর তৃণমূল এগিয়ে ১৩টিতে।
এক নজরে দেখে নেওয়া যার কোন জেলার কোন কোন ভিআইপি প্রার্থী শনিবার পরীক্ষায় বসতে চলেছেন--
বলরামপুর আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক শান্তিরাম মাহাতো। এই আসনে অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের উত্তমকুমার বন্দ্যোপাধ্যায়।
বাঘমুণ্ডি আসন থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন, এই কেন্দ্রের বিদায়ী কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুশান্ত মাহাতো।
জয়পুর আসনে নজর থাকবে বিজেপি প্রার্থী নরহরি মাহাতোর দিকে।
পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী করেছে ভোটের মুখে কংগ্রেস থেকে আসা বিদায়ী বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে। এই আসনে কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সুজয় বন্দ্যোপাধ্যায়।
প্রথম দফায় ঝাড়গ্রাম জেলা থেকেও লড়ছেন বেশ কয়েকজন ভিআইপি প্রার্থী।
ঝাড়গ্রাম আসনে বিজেপি প্রার্থী সুখময় শতপথী। এই আসনে তাঁর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী, আদিবাসী অভিনেত্রী বীরবাহা হাঁসদা এবং সিপিএমের তরুণ মুখ, মধুজা সেন রায়।
পশ্চিম মেদিনীপুরের যে ৬টি আসনে প্রথম দফায় ভোট হচ্ছে, তাতে একাধিক ভিআইপি প্রার্থী লড়ছেন।
মেদিনীপুর আসনে তৃণমূলের হয়ে লড়ছেন টিভির পরিচিত মুখ জুন মালিয়া। এই আসনে তাঁর প্রতিপক্ষ বিজেপির সমিত দাসও হেভিওয়েট।
শালবনি আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা, ৮ বছর পর জেলায় ফেরা সুশান্ত ঘোষ। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের সাতটি আসনে প্রথম দফায় ভোট।
এর মধ্যে রামনগরে তৃণমূল প্রার্থী করেছে হেভিওয়েট এবং অধিকারীদের বিরুদ্ধ গোষ্ঠীর বলে পরিচিত অখিল গিরিকে।
আর খেজুরিতে সংযুক্ত মোর্চার প্রার্থী, সিপিএমের একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা হিমাংশু দাস। এই আসনে বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক।
আর বাঁকুড়া জেলায় রানিবাঁধ আসনে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন সিপিএমের পরিচিত মুখ প্রাক্তন বিধায়ক দেবলীনা হেমব্রম।