সনৎ ঝা, দার্জিলিং: ভোটের মুখে সিকিমে গ্রেফতার বিমল গুরুঙ্গের ঘনিষ্ঠ গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতা। শিশু নির্যাতনের অভিযোগে পকসো আইনে এই গ্রেফতারি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পাহাড়ে। সূত্রের দাবি, ধৃত মোর্চা নেতা এবারের বিধানসভা নির্বাচনে কালিম্পং আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। দলীয় নেতার গ্রেফতারি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে গুরুঙ্গ শিবির।


বিধানসভা ভোটের আগে পাহাড়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ। সিকিমের নামচি থেকে গ্রেফতার হলেন বিমল গুরুঙ্গের ঘনিষ্ঠ মোর্চা নেতা। ধৃত লোপসাং লামা সিকিমের নামচির একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষ। সূত্রের খবর, শিশু নির্যাতনের অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিকিম পুলিশ। পকসো আইনে রুজু হয়েছে মামলা।


এই মুহূর্তে সিকিমে ক্ষমতায় সিকিম ক্রান্তিকারী মোর্চা, যারা আবার বিজেপির শরিক। প্রতিবেশী রাজ্যে দলীয় নেতার গ্রেফতারির ঘটনায় কার্যত চুপ গুরুঙ্গ শিবির। রোশন গিরির বক্তব্য, অন্য রাজ্যে ঘটনাটি ঘটেছে। কী কারণে মোর্চা নেতাকে গ্রেফতার করা হয়েছে, তা তিনি জানেন না।


এ বিষয়ে বিস্তারিত না জেনে কিছু বলবেন না বলে জানিয়েছেন জিটিএ-র চেয়ারম্যান তথা গুরুঙ্গ-বিরোধী নেতা হিসেবে পরিচিত অনীত থাপাও।


এই মুহূর্তে গুরুঙ্গপন্থী মোর্চার কার্যকরী সভাপতি লোপসাং লামা ৷ গুরুঙ্গ শিবির সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে কালিম্পং আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এই মোর্চা নেতার নাম রয়েছে। আগামী ১৭ এপ্রিল ভোট কালিম্পং আসনে ৷ তার আগে সিকিমে গুরুঙ্গ-ঘনিষ্ঠ নেতার গ্রেফতারির আঁচ পড়েছে পাহাড়ের রাজনীতিতে।