অর্ণব মুখ্যোপাধ্যায়, সিঙ্গুর: আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণ রাজ্যে। ওই দিন ভোট হবে সিঙ্গুরে সেই সিঙ্গুরে আজ, নির্বাচনী প্রচার এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল ছেড়ে আসা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এবার সিঙ্গুরে প্রার্থী করেছে বিজেপি। বুধবার তাঁর সমর্থনে রোড শো করেন অমিত শাহ। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন তিন?


 


সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, ধর্না করেছিলেন, সেখানে এত লোক?


 


সিঙ্গুরে মমতা বন্দ্য়োপাধ্যায় আন্দোলন করলেও গত দশ বছর এখানে কিছু হয়নি। এটা স্পষ্ট যে পরিবর্তন হতে চলেছে।


 


আপনার কী মনে হয় সিঙ্গুর নিয়ে?


 


সিঙ্গুর হোক বা জঙ্গলমহল হোক, সুন্দরবন, উত্তরবঙ্গ হোক অথবা হাওড়া , উত্তর ২৪ পরগনা বা কলকাতা সব জায়গাতেই এই নিকর্মা সরকারকে বের করে দেবে।


 এখানে ন্যানো কারখানা হওয়ার কথা ছিল, সেটা গুজরাতে হল। আপনাদের কোনও পরিকল্পনা আছে?



দুনিয়া কোথাও আটকে থাকে না। বাংলার শিল্পের উন্নয়নের জন্য লঘু, গুরু, মধ্যম এবং বড় উদ্যোগের কথা ঘোষণা করেছি আমাদের নির্বাচনী ইস্তেহারে। এই চার ক্ষেত্রে একটা নীতি আমরা নিয়েছি। তার মাধ্যমেই রোজগার সংক্রান্ত যে সমস্যা আছে তা সমাধান হবে।


 ন্যানো কি আবার এখানে আসবে?


দুনিয়ার বহু জিনিস এখানে এসেছে। কিন্তু প্রচার শুধু ন্যানোর হয়েছিল।


মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন নির্বাচন কমিশন নয়, কেন্দ্রীয় বাহিনীকে আপনি পরিচালনা করছেন। কী বলবেন?


এর থেকে বোঝা যায় উনি হারছেন।


এত লোক এখানে, কী বলবেন?  


পরিবর্তনের প্রতিচ্ছবি এটা। এঁরাই পরিবর্তনের পরিচালক। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ঝরে পড়েছে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের গলায়। তার আগে বুধবার সিঙ্গুরের দুলেপাড়া থেকে সিঙ্গুর থানা পর্যন্ত রোড শো করেন অমিত শাহ। গেরুয়া পাগড়ি পরে পাশে ছিলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে টিকিট পেয়েছেন। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম ছিল না তাঁর। এরপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে যোগ দেন সিঙ্গুরের মাস্টারমশাই।