কলকাতা: বরানগরের বিকেসি কলেজে (BKC College) ইভিএম (EVM) বিভ্রাট। দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে ক্ষুব্ধ ভোটাররা। খবর পেয়ে বুথে যান বরানগরের বিজেপি (BJP) প্রার্থী পার্নো মিত্র (Parno Mitra)। তাঁর অভিযোগ, "আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বলছে মেশিন খারাপ। বলছে প্রার্থীদের ঢুকতে দেওয়া হবে না। এখন অপেক্ষা করছি। যদি সমাধান না হয় নির্বাচন কমিশনকে জানাব।"


বিজেপি প্রার্থী পার্নো মিত্রের গাড়ি ঘিরে বিক্ষোভও দেখানো হয়। বরানগরে পার্নো মিত্রকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এসে অবস্থার সামাল দেয় ৷


বরানগর কেন্দ্রে এবার বিজেপির হয়ে লড়ছেন অভিনেত্রী পার্নো মিত্র। এদিন ভোট শুরু হতেই  বিকেসি কলেজে ইভিএম বিভ্রাট হয়। দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন ভোটাররা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র ৷ বিকেসি কলেজে অবশ্য ঢোকার মুখেই বাধাপ্রাপ্ত হন তিনি ৷ এ প্রসঙ্গে পার্নো মিত্র বলেন , তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ কারণ প্রার্থীদের নাকি ঢুকতে দেওয়া হবে না ৷ পরে আলমবাজারে বুথ পরিদর্শনে গেলে তৃণমূলকর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ ৷