সমীরণ পাল, ভাটপাড়া: উত্তর ২৪ পরগনার নৈহাটিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফরের আগে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। প্রথমে বিজেপির এক বিদায়ী কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলে অভিযোগ। কিছুক্ষণ পরেই তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করেও বোমাবাজি হয়। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি ও তৃণমূল।
আবারও অশান্ত ভাটপাড়া! ফের সেই অশান্তি! ফের হিংসা! বৃহস্পতিবার নৈহাটিতে নাড্ডার সফরের আগে বোমার শব্দে কেঁপে উঠল ভাটপাড়া! বুধবার রাতে প্রথমে বিজেপির ২২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়! কিছুক্ষণের মধ্যেই বোমাবাজি তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে! এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি ও তৃণমূল। পুলিশ সূত্রে খবর, ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিজেপির অভিযোগ, এদিন রাতে নাড্ডার পরিবর্তন যাত্রা কর্মসূচির জন্য এলাকায় পোস্টার, ব্যানার লাগাচ্ছিলেন দলীয় কর্মীরা। সেসময়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাঁদের ওপর হামলা চালায়। ভাটপাড়ার বিজেপি কর্মী সৌরজিত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘নাড্ডা আসবেন বলে পতাকা লাগাচ্ছিলাম। ২২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরের বাড়িতে বোমা মেরেছে। ২ জন হাসপাতালে ভর্তি।’
আজ সকালে ২২ নম্বর ওয়ার্ডেই তৃণমূলের একটি মিছিল বেরোয়। তৃণমূল নেতা-কর্মীদের দাবি, মিছিল শেষে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। ভাটপাড়ার তৃণমূল কর্মী রবি তিওয়ারির অভিযোগ, ‘পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি করা হয়। দলীয় কর্মীর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে। আহত হয়েছে কয়েকজন।’
বোমা, গুলি, রক্ত, খুন...লোকসভা ভোটের আগে থেকে ভাটপাড়ায় যে অশান্তির সূত্রপাত হয়েছে, তা বিধানসভা ভোট পর্যন্ত চলছে।