কলকাতা: পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ইলেকট্রিক স্কুটারে নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী।  স্কুটার চালিয়ে নিয়ে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।  


প্রসঙ্গত, ভারতে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।  ইতিমধ্যেই তা সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে।  তার ওপর গতকাল মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দামও সিলিন্ডারপ্রতি ২৫ টাকা বেড়েছে।  এই ভাবে মোদি সরকারের আমলে জ্বালানির দাম বৃদ্ধির কারণে অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


আজ হাজরা থেকে স্কুটারে রওনা দেন মুখ্যমন্ত্রী।  রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের উদ্দেশে তাঁকে হাত নাড়তেও দেখা যায়।  নবান্নের সামনে স্কুটারে বসে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  জ্বালানির দাম বৃদ্ধির জন্য মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।  ইতিমধ্যে পেট্রোল ডিজেলের সেস ১ টাকা কমিয়েছে রাজ্য সরকার। 


নবান্নে পৌঁছে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘গ্যাসের দাম ৮০০ টাকা ছাড়িয়েছে। পেট্রোল-ডিজেলের দাম লাগামছাড়া। রান্নাঘরে আগুন লেগেছে।


আরও পড়ুন:


Mamata Banerjee: চালালেন ফিরহাদ, ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে পৌঁছলেন মমতা


মোদি সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদি যখন ক্ষমতায় এসেছিলেন তখন কত ছিল তেলের দাম? মমতার অভিযোগ, ‘মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে। ভোট এলে বলে বিনা পয়সায় গ্যাস দেব। উল্টে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দিচ্ছে।’


জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন দেশজুড়ে আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘দেশজুড়ে প্রতিবাদ করতে আবেদন করছি। দেশ বেচে দিচ্ছে মোদি সরকার। মোদি সরকার জনবিরোধী, দেশের সর্বনাশ করছে।’


গতকাল গুজরাতে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদি স্টেডিয়াম রাখা হয়। নাম না করে এদিন মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘সব প্রতিষ্ঠান নিজের নামে করে নিচ্ছে। কবে হয়ত দেশের নামই বদলে দেবে।’


মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি আজ বিকেলে ব্যাটারি চালিত স্কুটারেই বাড়ি ফিরবেন।