পুণে: গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের জয়ের নায়ক ক্রুণাল পাণ্ড্য। একদিনের আন্তর্জাতিকে অভিষেক ম্যাচেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে ম্যাচ জিততে সাহায্য করেন। একদিনের আন্তর্জাতিকে অভিষেকে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও গড়েছেন তিনি। তবে ব্যাটিং করার সময় ইংল্যান্ডের পেসার টম কারানের সঙ্গে বচসায় জড়ান ক্রুণাল। আম্পায়ার নীতিন মেননের হস্তক্ষেপে তিনি শান্ত হন। শেষপর্যন্ত অবশ্য ক্রুণালই শেষ হাসি হাসেন।
গতকাল সাত নম্বরে ব্যাটিং করতে নেমে ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন ক্রুণাল। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও দু’টি ছক্কা। তিনি ২৬ বলে ৫০ রান পূরণ করেন। ভাই হার্দিক পাণ্ড্য আউট হওয়ার পর ক্রিজে এসে কে এল রাহুলের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন ক্রুণাল। তাঁদের অপরাজিত জুটিতে ৬১ বলে ১১২ রান যোগ হয়। রাহুল ৪৩ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। 
৪৯-তম ওভারে অর্ধশতরান পূরণ করার পরেই কারানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ক্রুণাল। ইংল্যান্ডের উইকেটকিপার জশ বাটলারও এগিয়ে এসে ক্রুণালের উদ্দেশে কিছু বলেন। আম্পায়ার মেনন এসে সবাইকে শান্ত করেন। 
ঠিক কী কারণে কারান ও বাটলারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন ক্রুণাল, সেটা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই ওভারে একটি ওয়াইডের সিদ্ধান্তে খুশি হতে না পেরে ক্রুণালের উদ্দেশে কিছু বলেছিলেন কারান। তারই জবাব দেন ক্রুণাল। 



মাঠে বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়ালেও, রেকর্ড গড়ার পর মাঠ থেকে বেরনোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ক্রুণাল। তিনি কান্নায় ভেঙে পড়েন। তাঁকে জড়িয়ে ধরেন ভাই হার্দিক পাণ্ড্য। তাঁদের প্রয়াত বাবাকে এই ইনিংস উৎসর্গ করেন ক্রুণাল। এর আগে একদিনের আন্তর্জাতিকে অভিষেকে দ্রুততম অর্ধশতরান ছিল নিউজিল্যান্ডের জন মরিসের। তিনি ৩৫ বলে অর্ধশতরান করেছিলেন। ২৬ বলে অর্ধশতরান করে নতুন রেকর্ড গড়লেন ক্রুণাল। তিনি অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে চলেছেন।