কলকাতা: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপি প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী। এমনটাই খবর বিজেপি সূত্রে। ব্যারাকপুরে লড়তে পারেন মনীশ শুক্লার বাবা। খড়দায় অর্থমন্ত্রীর মুখোমুখি হতে পারেন শীলভদ্র দত্ত। প্রথম দু-দফার প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে বৈঠক করল বিজেপির শীর্ষ নেতৃত্ব।
বাংলার মহাযুদ্ধের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে।এখন সবার নজর, সেই যুদ্ধে কোথায় কোথায় কোন সেনাকে দাঁড় করায় কোন দল।বিজেপি সূত্রে খবর, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শুভেন্দু অধিকারীকেই দাঁড় করাতে পারে বিজেপি। যিনি আগেই মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দু নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চেয়েছেন ৷ শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, মমতাকে আমি হারাবই !
বিজেপি সূত্রে খবর, তৃণমূল ছেড়ে আসা রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তাঁর পুরনো কেন্দ্র ডোমজুড়েই প্রার্থী করা হতে পারে। তিনি নিজেই তার ইচ্ছাপ্রকাশ করেছেন ৷
পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী করতে পারে সদ্য তৃণমূল ছাড়া প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। বালি থেকে বিজেপি প্রার্থী করতে পারে এই কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে। হাওড়া মধ্য কেন্দ্রে প্রার্থী করানো হতে পারে ভোটের মুখে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতা তথা হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। উত্তর ২৪ পরগনার বাগদা থেকেই প্রার্থী করা হতে পারে কংগ্রেস ছেড়ে যোগ দেওয়া এই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক দুলাল বরকে। বিধাননগর থেকে দাঁড়াতে পারেন সেখানকার প্রাক্তন মেয়র তথা তৃণমূলত্যাগী নেতা সব্যসাচী দত্ত। শিবপুরে প্রার্থী করা হতে পারে সদ্য দিল্লিতে অমিত শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষকে।
এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, টিটাগড়ে খুন হওয়া তৃণমূল ত্যাগী বিজেপি নেতা মণীশ শুক্লার বাবাকে এবার প্রার্থী করতে পারে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, মৃত মণীশের বাবা চন্দ্রমণি শুক্লাকে ব্যারাকপুর থেকে দাঁড় করাতে পারে তারা। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী, ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক শীলভদ্র দত্তকে প্রার্থী করা হতে পারে খড়দায়। সেক্ষেত্রে তাঁর ও অর্থমন্ত্রী অমিত মিত্রের ভোট যুদ্ধের সাক্ষী থাকতে পারে খড়দাবাসী।
বীজপুর থেকে দাঁড়াতে পারেন সেখানকার বর্তমান বিধায়ক তথা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। নোয়াপাড়ায় প্রার্থী করা হতে পারে অর্জুন সিংহের আত্মীয় তথা তৃণমূল ত্যাগী বিধায়ক সুনীল সিংকে। ভাটপাড়ায় ফের অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকেই প্রার্থী করতে পারে বিজেপি। বিজেপির পুরনো নেতা-নেত্রীদের মধ্যে,
রাজারহাট গোপালপুর থেকে দাঁড়াতে পারেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।কামারহাটি থেকে প্রার্থী হতে পারেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।
জোড়াসাঁকো থেকে দাঁড়াতে পারেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।
দমদম উত্তরে সৌরভ শিকদার, বারাসাতে অভিনেত্রী অঞ্জনা বসু, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, দাসপুরে প্রাক্তন পুলিশ অফিসার ভারতী ঘোষ, উলুবেড়িয়া উত্তরে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন।
চৌরঙ্গি থেকে প্রার্থী করা হতে পারে সদ্য বিজেপিতে যোগদানকারী সজল ঘোষকে। প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে এদিন দিল্লিতে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন অমিত শাহও। এর আগে রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক শিবপ্রকাশের বাড়িতেও প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারীরা।