পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভূমিপুত্র প্রার্থী চেয়ে এবার বাঁকুড়ায় তালডাংরায় পোস্টার পড়ল বিজেপি অফিসের বাইরেই! জেলা সভাপতিকে প্রার্থী করা যাবে না বলে হুঁশিয়ারি! বিজেপির অভিযোগ, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পোস্টার লাগিয়েছে তৃণমূল। যদিও তা মানতে নারাজ শাসকদল।


শাসকের পর এবার ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোস্টার পড়ল বিরোধী শিবিরে! পয়লা এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট রয়েছে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা আসনে। তার আগে এদিন তালডাঙরায় বিজেপি কার্যালয়ের পাশে সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা এই পোস্টারগুলি দেখা যায়। তাতে বলা হয়েছে, তালডাংরা বিধানসভায় বিজেপির ভূমিপুত্র প্রার্থী চাই। বহিরাগত প্রার্থী ও জেলা সভাপতি বিবেকানন্দ পাত্রকে চাই না!


একেবারে শেষে হুমকির সুরে লেখা হয়েছে, জনগণের দাবি মানতে হবে! বিবেকানন্দ পাত্র বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি। আদতে তিনি তালডাংরার পাশের বিধানসভা কেন্দ্র রাইপুরের বাসিন্দা। কিন্তু এই পোস্টারগুলি লাগাল কারা? তা নিয়েই ভোটের আগে শুরু হয়ে গিয়েছে তরজা! বিজেপির অভিযোগ, এই পোস্টারকাণ্ডের নেপথ্যে তৃণমূল। আবার শাসকদল দাবি করেছে, এটা গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের ফল!


তালডাংরা মণ্ডল ১-এর বিজেপি সম্পাদক সুভাষ প্রতিহার জানান, ‘‘মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই একাজ কেছে তৃণমূল। আমাদের শৃঙ্খলাপরায়ণ দল। শীর্ষ নেতৃত্বের তরফে কে কোথায় প্রার্থী হবেন তা ঠিক করা হয়।’’


তালডাংরার তৃণমূল ব্লক সভাপতি মনসারাম লায়েক জানান, ‘‘তৃণমূল এই কাজে যুক্ত নয়। আদি ও নব্যের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছে। একই সঙ্গে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকা দিতে অভিযোগ তোলা হচ্ছে।’’


তবে যাঁর নাম করে এই পোস্টার দেওয়া হয়েছে, সেই বিবেকানন্দ পাত্র অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি!


সম্প্রতি উত্তরবঙ্গে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে ভূমিপুত্র পার্থী চাই বলে পোস্টার পড়েছিল শাসক শিবিরের! যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল সেই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌতম দেবকে! এবার ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোস্টার পড়ায় বাঁকুড়ায় অস্বস্তিতে পড়ল বিজেপি!