অরিত্রিক ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এবার কি বেহালা পূর্বে হতে চলেছে ফ্যামিলি ফাইট? শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্রে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করে চমকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রত্নার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। স্বামীকে আক্রমণ না করে হোমওয়ার্কে ব্যস্ত রত্না। বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘‘১ হাজার শতাংশ আশাবাদী, জিতে দিদিকে প্রণাম করতে যাব...৷’’


কলকাতা জোনের বিজেপি পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় জানান, ‘‘ও মেন্টালি ডেসিবেল পার্সন, কীভাবে ভোটে লড়বেন, বেহালায় তৃণমূলের কেউ বিধানসভায় যাবে না...৷’’


পর্ণশ্রীর চট্টোপাধ্যায় বাড়ির দাম্পত্যের লড়াই এবার কি ভোটের ময়দানে পৌঁছতে চলেছে? নন্দীগ্রামের পর বিধানসভা ভোটে আরও এক নজরকাড়া কেন্দ্র হতে চলেছে বেহালা পূর্ব? শুক্রবার সেই জল্পনা উস্কে দিয়ে শোভনের বেহালা পূর্বে প্রার্থী হিসেবে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রার্থী ঘোষণার সময় জানান, ‘‘বেহালা পূর্বের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, ফেমাস ক্যান্ডিডেট, মহিলাদের সুরক্ষিত রাখার জন্য এই সিদ্ধান্ত ৷’’


২০১১-র পর ২০১৬তে তৃণমূলের টিকিটে বেহালা পূর্ব থেকে টানা দু’বার বিধায়ক হন বিধায়ক শোভন চট্টোপাধ্যায় ৷ কিন্ত, দীর্ঘদিন ধরেই তিনি বেহালায় থাকেন না! স্ত্রী রত্নার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সম্প্রতি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেহালায় প্রচার করেন শোভন ৷ রাজ্যের অন্যান্য প্রান্তেও বিজেপির হয়ে বৈশাখীকে সঙ্গে নিয়ে প্রচার করছেন একদা তৃণমূল নেত্রীর স্নেহের কানন ৷ আর শোভনের কেন্দ্রেই রত্নাকে প্রার্থী করে, এবার বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটের ময়দানে রত্নার মুখোমুখি হতে মুখিয়ে শোভনও। তিনি এদিন জানান, ‘‘বেহালা পূর্বে প্রার্থী হতে চাই, বিজেপি নেতৃত্ব যদি তা মনে করে ৷’’


 


বেহালা পূর্বে শোভন চট্টোপাধ্যায়ই বিজেপির প্রার্থী হতে পারেন ধরে নিয়ে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়ও। বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায় জানান, ‘‘শোভনবাবু অন্য দলের প্রার্থী হতে পারেন, এটা রাজনৈতিক লড়াই, মানুষের কাছে মুখরোচক হতে পারে হয়তো আমাদের দাম্পত্যের সমস্যা, আমি এসব নিয়ে ভাবি না ৷’’


 


২০১৮ সালে একে একে মন্ত্রিত্ব, মেয়র পদ ছাড়ার পর থেকে তৃণমূলে নিষ্ক্রিয় হয়ে যান শোভন চট্টোপাধ্যায়। তবে বিধায়ক এবং কাউন্সিলর পদ ছাড়েননি। এরপর ২০১৯-র অগস্টে দিল্লিতে গিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। তিনি জানান, ‘‘অনুগ্রহ করে বলছি রত্না চট্টোপাধ্যায় বলবেন না, দাস বলুন, ডিভোর্সের মামলা চলছে, আমার পরিচয় নিয়ে বেহালা পূর্বে যেন না যায় ৷’’


 


অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘‘উনি আমার স্বামী, আমার বাড়িতে ছবি রয়েছে, ডিভোর্সের পরও থাকবে, কারণ ওনার অধিকার আছে এবাড়িতে ৷’’ বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পরই এদিন তাঁর পর্ণশ্রীর বাড়িতে 'খেলা হবে' গানের তালের সঙ্গে চলে নাচ ও বাজি পোড়ানো।