শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহার থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছল শীতলকুচিতে। তার আগে মাথাভাঙায় রথকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এই কর্মসূচি নিয়ে তরজায় জড়িয়েছে গেরুয়া শিবির ও তৃণমূল।
বৃহস্পতিবার কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বিজেপির উত্তরবঙ্গ জোনের পরিবর্তন যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মাথাভাঙা হয়ে বিকেলে রথ পৌঁছয় শীতলকুচি বিধানসভা এলাকায়।
তার আগে এদিন সকালে মাথাভাঙার পাড়াডুবিতে পরিবর্তন যাত্রার রথ পৌঁছলে, স্বাগত জানান বিজেপি কর্মীরা।
এখানেই সভামঞ্চ থেকে তৃণমূলের সমালোচনা করে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, এখন অনেকেই পরিত্রাণ চাইছেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘২০১১ সালে যারা পরিবর্তন চেয়েছিল তারা আজ পরিত্রাণ চাইছে, বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যের শ্রমিককে বাইরে রাজ্যে কাজ করতে যেতে হবে না ৷’’
আর এই প্রসঙ্গে তৃণমূল পাল্টা কটাক্ষ করে বলেছে, পরিবর্তন নয় এটা বিজেপির অন্তিম যাত্রা। কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘ওদের অবস্থা করুণ ৷ তৃণমূল নেতাদের ধার করে নিচ্ছে, ২০২১-এ ক্ষমতায় আসবে তৃণমূলই। মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন তা নজির গড়েছে৷’’
বিজেপির এই রথ কোচবিহার জেলার সবকটি বিধানসভা এলাকা ঘুরে, উত্তরবঙ্গের বাকি বিধানসভা কেন্দ্র ঘুরবে।