ঋত্বিক মণ্ডল, কলকাতা: শেষ চার দফার জন্য বিজেপির প্রার্থী তালিকায় একাধিক তারকার নাম।গতকাল এই তালিকা প্রকাশ করেছে বিজেপি। বিজেপি আগেই যশ-পায়েল-অঞ্জনা বসু-তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারীর মতো অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে -প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে ভোটের লড়াইয়ে নামিয়েছিল, এবার ফের তাদের প্রার্থী তালিকায় তারকাদের ছড়াছড়ি। গতকাল যে তালিকা ঘোষণা হয়েছিল, তাতে নাম রয়েছে অভিনেত্রী পার্নো মিত্রর। অভিনেত্রী পার্নো মিত্রকে বরানগর থেকে প্রার্থী করা হয়েছে। তাঁর লড়াই পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়ের সঙ্গে।


রূপোলি পর্দা থেকে রাজনীতির আঙিনায় বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। লাইট,ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে নির্বাচনের আসর-কতটা বড় রূপান্তর দেখছেন তিনি? এবিপি আনন্দর এই প্রশ্নের উত্তরে পার্নো জানালেন, ‘এটা বড় একটা রূপান্তর। খুবই চ্যালেঞ্জিং। একটা বড় টার্ন’।


পার্নো বললেন, ‘এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং। তবে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই যেভাবে বরানগর থেকে ফোন আসছে, তাতে আমি আপ্লুত। বরানগরের মানুষ যেভাবে ভালোবাসছেন তাতে আমি উচ্ছ্বসিত। শীঘ্রই বরানগরে যাব’।



পার্নো বললেন, ছোট বেলা থেকেই সিঁথিতে যাতায়াত ছিল তাঁর। সেখানেই তাঁর বাবার মামাবাড়ি। পরে অবশ্য সেই যাতায়াত ছিল না। তিনি জানিয়েছেন, ‘খুব শীঘ্রই বরানগরে শিফ্ট করব ও ভোটের প্রচারের কাজ শুরু করে দেব’।


বরানগর বরাবরই চ্যালেঞ্জিং আসন। এবার পার্নোর বিরুদ্ধে রয়েছেন বহুবারের বিধায়ক পোড়খাওয়া রাজনৈতিক নেতা তাপস রায়।এমন এক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই কতটা কঠিন? এই প্রশ্নের জবাবে পার্নো বলেছেন, তাঁরা নতুন প্রজন্মের প্রতিনিধি। মানুষের জন্য কাজ করাই তাঁদের লক্ষ্য। প্রতিদ্বন্দ্বীর অবশ্যই অনেক অভিজ্ঞতা রয়েছে। কিন্তু মানুষের ভালোবাসা দিয়েই লড়াইয়ে জিততে পারবেন বলে আশাবাদী পার্নো।


অভিনেত্রী জানিয়েছেন, বিজেপির প্রার্থী হবেন, এমন কোনও খবর তাঁর কাছে ছিল না। তিনি বলেছেন, ‘এটা আমার কাছে বিগ সারপ্রাইজ’।


পার্নো বলেছেন, এটা শুধু শক্ত আসনই নয়। এই আসনের ইতিহাসও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ। কারণ, এই আসন থেকেই একটা সময় জিতে বিধায়ক হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও। এজন্য এটা খুবই মর্যাদাপূর্ণ আসন বলে মনে করছেন পার্নো। তিনি বলেছেন, এমন একটা আসনে আমি জিততে পারব বলে দল মনে করছে। এটাই আমাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে, শক্তি দিচ্ছে।