তুহিন অধিকারী, বিষ্ণুপুর: ভোটের মুখে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলে পোস্টার শহরের একাধিক এলাকায়। কারা দিল এই ধরনের পোস্টার? তা এখনও স্পষ্ট নয়। তবে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির বাগযুদ্ধ।


ভোটের আগে চার্জশিট। তবে এ চার্জশিট পুলিশের নয়। চার্জশিট এবার পোস্টারে। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের বিরুদ্ধে পড়া এই পোস্টারের এক পাশে ব্যঙ্গচিত্র। অন্যপাশে স্কুলের সামনে বেআইনি মদের দোকান তৈরি। বেআইনিভাবে চাল কেনা বেচা সহ পুরসভার বিভিন্ন দফতরে দুর্নীতির মতো অভিযোগ।


ভোটের মুখে এ হেন পোস্টার নিয়েই এখন শুরু হয়েছে শোরগোল। শুক্রবার সকালে হাইস্কুল মোড়, কলেজ রোড সহ বিষ্ণুপুরের বিভিন্ন এলাকায় এই পোস্টার দেখা যায়। কিন্তু কাদের তরফে এগুলো লাগানো হয়েছে, তার কোনও উল্লেখ নেই পোস্টারে। তা নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।     


আরও পড়ুন: BJP Manifesto 2021: ২১ মার্চ অমিত শাহর উপস্থিতিতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির


বিষ্ণুপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য থাকাকালীনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তন্ময় ঘোষ। তারপর তাঁকেই এই কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে এই পোস্টারকাণ্ডের নেপথ্যে তৃণমূলকে দায়ী করেছেন বিজেপি প্রার্থী। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ বলেন, এগুলো তৃণমূলের কাজ। অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মানুষ জানে আমি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ।


যদিও এর নেপথ্যে বিজেপির মধ্যে আদি বনাম নব্যের দ্বন্দ্বকে দায়ী করেছে শাসকদল। বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি জয়মাল ঘর বলেন, ‘‘আমাদের হাতে এত সময় নেই। আমরা দিদির প্রকল্প নিয়ে প্রচার চালাচ্ছি। এটা আদি বনাম নব্যের লড়াই চলছে। তারই ফল হতে পারে।’’


গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে এবার লড়াই ত্রিমুখী। বিজেপির তন্ময় ঘোষের সঙ্গে এই আসনে লড়াই হবে তৃণমূলের অর্চিতা বিদ ও সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেস প্রার্থী দেবু চট্টোপাধ্যায়ের। ভোটগ্রহণ পয়লা এপ্রিল ৷