কলকাতা: ভোট শুরুর আগে বেলেঘাটা বিধানসভার গুরুদাস কলেজের ২৩১ নম্বর বুথে উত্তেজনা। বিজেপির পোলিং এজেন্টদের বাধা, মারধর করে নথি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এরপর বেলেঘাটার বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস পোলিং এজেন্টকে বসাতে গেলে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা শুরু হয়। বসার জায়গা দিতে পারবেন না বলে জানান প্রিসাইডিং অফিসার। এ নিয়ে শুরু হয় তীব্র বাদানুবাদ। পোলিং এজেন্টকে বসতে না দেওয়া পর্যন্ত ওই বুথেই দাঁড়িয়ে থাকেন বিজেপি প্রার্থী। এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অনদিকে কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার পাইকপাড়া এলাকায় রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের ২৩২ ও ২৪৫ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা, নথি ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের ধাওয়া করে পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায়। এনিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগও জানান তিনি। এই ঘটনাতেও তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷
কলকাতা উত্তর বিধানসভার মানিকতলায় কলকাতা পুরসভার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে সকাল থেকেই লম্বা লাইন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী থাকলেও, ভিড়ের মধ্যে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিধি। ভোটের লাইনে দাঁড়িয়ে চলছে ঠেলাঠেলি। এমনটাই অভিযোগ ভোটারদের ৷
একঝলকে অষ্টম দফার ভোট-
বীরভূম (১১), মুর্শিদাবাদ (১১), মালদা (৬), ও কলকাতা (৭) রাজ্যের এই ৪ জেলার মোট ৩৫ আসনে অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ।
মালদার বৈষ্ণবনগরে নির্দল প্রার্থীর মৃত্যু হলেও সেখানে ভোটগ্রহণ হবে।
কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িও সমান মাত্রায়। অষ্টম দফায় ভোটগ্রহণ মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতার মোট ৩৫ আসনে। অষ্টম দফার ভোটে মোতায়েন রয়েছে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতায় ভোটে মোতায়েন থাকছে ৯৫ কোম্পানি বাহিনী। বীরভূমে থাকছে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় থাকছে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকছে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-
বীরভূম (১১)-
দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই, বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর।
মুর্শিদাবাদ (১১)-
খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি।
মালদা (৬)-
মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর।
কলকাতা (উত্তর) (৭)-
চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া।