কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ‘বিজেপিকে একটিও ভোট নয়। নো ভোট টু বিজেপি’। বর্ধমান শহরে এমনই পোস্টারে ছয়লাপ। পাশাপাশি পোস্টারে আরও লেখা- ‘ফ্যাসিস্ট আরএসএস-বিজেপির বিরুদ্ধে বাংলা’।লাল রঙের উপর সাদা রঙে ছাপা এই পোস্টারে অবশ্য কোনও সংগঠন বা দলের নাম নেই।
বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের গেটের বাইরেও পড়েছে এই পোস্টার।যা নিয়ে শোরগোল পড়েছে বর্ধমান শহরে। ফলে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা স্পষ্ট নয়। বুধবার ও বৃহস্পতিবার শহরে রথযাত্রা কর্মসূচি । বিজেপির শীর্ষ নেতৃত্ব রয়েছেন শহরে। তার মধ্যেই পোস্টার।
পাশাপাশি এই স্কুলে রয়েছে সরকারি কর্মীদের নিবার্চনী প্রশিক্ষন শিবির।যা শুরু হয়েছে আজ থেকে।
বিধানসভা নির্বাচনের মুখে এমনিতেই পূর্ব বর্ধমান জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের কারনে বিজেপি জেলা পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটেছিল। এরপর পোস্টার দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপির অভিযোগ শাসকদল রাতের অন্ধকারে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই পোস্টার মেরেছে।লোকসভা নির্বাচনের ফলাফলই বুঝিয়ে দিয়েছে তৃনমুলের সঙ্গে মানুষ নেই।ইতিমধ্যেই তৃনমুলের নেতা-মন্ত্রীরা তাঁদের দল ছেড়ে বিজেপিতে চলে এসেছেন।তাই ভয় পেয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য রাতের অন্ধকারে পোস্টার মেরেছে তৃণমূল।
পাল্টা তৃনমুলের অভিযোগ যে ভাবে পেট্রোল,ডিজেল ও গ্যাসের দাম বাড়ছে তার জন্য মানুষ লিখতেই পারে।পাশাপাশি আদি ও নব্য বিজেপির দ্বন্দ্বের কারনেও লিখতে পারে।আমরা তো সরাসরি সভা,সমিতি থেকে প্রকাশ্যেই বলছি বিজেপিকে একটি ভোটও নয়।