কলকাতা: খেলা হবে ঝড় উঠেছে বাংলা জুড়ে। আর এই খেলা হবে স্লোগানকে হাতিয়ার করে ময়দানে নেমেছে সব পক্ষ। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছে এই স্লোগান। এবার মমতার এই স্লোগানকে হাতিয়ার করে তাঁকে কটাক্ষ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর কথায়, আমরা ক্ষমতায় এলে রাজ্যে উন্নয়ন এবং শান্তির খেলা হবে।
আজ শুক্রবার বঙ্গ সফরে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এদিন বালুরঘাটে জনসভায় দাঁড়িয়ে একের পর এক বিষয় নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, মমতা দিদি বলছেন খেলা হবে। আমিও তাই বলছি। বিকাশের, শান্তির খেলা হবে। এখন পশ্চিমবঙ্গে বড় খেলা হবে। শুধু তাই নয়, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাজনাথ বলেন, মমতা দিদি দাদাগিরি চলবে না। সীমান্তে সুরক্ষা সংক্রান্ত নিয়ম সহ যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্য মানছে না বলেও অভিযোগ রাজনাথের। তিনি বলেন, এই রাজ্যের সীমানায় বাংলাদেশ। কিন্তু ৯০০ কিলোমিটার জুড়ে কোনও সীমানা নেই। রাজ্য সরকার কেন্দ্রকে কোনও জমি দেয়নি।
এখানেই শেষ নয়, কেন্দ্রের একাধিক প্রকল্প রাজ্য বাস্তবায়ন করছে না বলেও অভিযোগ করেন রাজনাথ। তিনি বলেন, কথা দিচ্ছি প্রত্যেকের বাড়িতে শৌচাগার, রান্নাঘরে সিলিন্ডার, কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এবং রাস্তা তৈরি করা হবে। দুর্গাপুজোয় বিধি নিষেধ আরোপ করা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রাজনাথ। তাঁর কথায়, সব ধর্মই সমান। কোনও ধর্মের অসম্মান করা উচিত না।
আজ, শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সভা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বিকেল ৪টে নাগাদ বালুরঘাট হাইস্কুলের মাঠে সভা। এরপর বালুরঘাট শহর থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন রাজনাথ সিংহ। থানা মোড়ে শেষ হবে আজকের পরিবর্তন যাত্রা। এরপর বিকেলে বালুরঘাট বিমানবন্দর থেকে বিহারের পূর্ণিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রতিরক্ষামন্ত্রী। সেখান থেকে আজই ফিরে যাবেন দিল্লিতে।