কলকাতা: ক্ষমতায় এলে চিটফান্ডের টাকা ফিরিয়ে দেওয়া হবে। নিজের গড় নন্দীগ্রামে দাঁড়িয়ে এই কথাই বলেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। এরপর নন্দীগ্রামে রোড শো শেষে বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী।
এদিন বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিষয়ে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি নন্দীগ্রামের ভোটার। এখানকার মাটির ছেলে। ২ মে-র পর দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা। উল্লেখ্য, গতকাল নন্দীগ্রাম থেকে নির্বাচনী প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলে কটাক্ষ করেছেন মমতা। এদিন নিজের গড়ে দাঁড়িয়ে সেই আক্রমণের জবাব দিলেন শুভেন্দু।
শুভেন্দুর কথায়, উনি পুলিশমন্ত্রী। উনি নন্দীগ্রামের কারও নিরাপত্তা নিয়ে ভাবছেন না। কার কার নিরাপত্তা নিয়ে ভাবছেন? শেখ সুফিয়ান, জনাব আবু তাহের সহ ৩জনের বাড়িতে মোট ২৭ জন পুলিশ নিয়োগ করেছে। ডায়েরি করতে গেলে বলে লোক নেই। সিভিক পুলিশ দিয়ে কাজ চলছে। চিটফান্ডের টাকায় উনি ২০১১ সালে ভোট করেছেন। বিজেপিকে আনুন চিটফান্ডের টাকা ফেরত দেব। ৩ কোটি লোকের টাকা মেরেছে।
তিনি প্রশ্ন করেন, লকডাউনের সময় কি নন্দীগ্রামের মানুষের খোঁজ নিয়েছেন উনি? ভাইপোর কেন্দ্র ডায়মন্ড হারবারে গিয়েছেন। নন্দীগ্রামে আসেননি। আমি নন্দীগ্রামের ভোটার। বুথে বুথে যাব। আমার মুখ দেখে কোথায় ভোট দেয় দেখব। গতকাল জানকীনাথ মন্দিরে জুতো পরে প্রণাম করছেন। ওই মন্দিরে একটা ইটও গাঁথেননি। নন্দীগ্রামের ১৭টার মধ্যে ২টো অঞ্চলের নাম বলুন বলে এদিন মমতাকে চ্যালেঞ্জ করেন শুভেন্দু। দড়ি ধরে মারো টান রানি হবে খান খান, নাম না করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি জানিয়েছেন প্রচারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।
উল্লেখ্য, মহাযুদ্ধের এপিসেন্টার নন্দীগ্রাম। প্রচারে ঝড় তুলতে মরিয়া দুপক্ষ। হাইভোল্টেজ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে এখনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস-বাম-আইএসএফ জোট সংযুক্ত মোর্চা। এদিকে গতকাল, মঙ্গলবারই জমি আন্দোলনের ধাত্রীভূমিতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় আজই মনোনয়ন পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।