কলকাতা: এদিনই ঘোষিত হল তৃণমূলের প্রার্থী তালিকা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন। তিনি নিজে এবার ভবানীপুর আসনে দাঁড়াচ্ছেন না। লড়বেন নন্দীগ্রাম থেকে।শুভেন্দু অধিকারী দল ছেড়ে বিজেপিতে যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায় গত জানুয়ারিতে নন্দীগ্রামের জনসভায় বলেছিলেন, তিনি এবার নন্দীগ্রাম আসন থেকে দাঁড়াবেন।
উল্লেখ্য, নন্দীগ্রাম আসনেরই তৃণমূল বিধায়ক ছিলেন শুভেন্দু। মমতার ওই ঘোষণার পর থেকেই নন্দীগ্রামে তাঁর সঙ্গে শুভেন্দুর দ্বৈরথের জল্পনা দানা বেঁধেছিল। এদিন নন্দীগ্রাম থেকে লড়াইয়ের ঘোষণা করে মমতা বলেছেন, আমি কথা দিলে কথা রাখি।
তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে পাঁশকুড়ায় বিজেপির এক জনসভায় শুভেন্দু দাবি করেছেন, তালিকা দেখেই বুঝে নিয়েছি, জেলায় ১৬-০ হবে।
শুভেন্দু নন্দীগ্রাম থেকে লড়াইয়ের ইচ্ছেপ্রকাশ দিল্লিতে দলের বৈঠকে করেছেন বলে জানা গেছে। যদিও এ ব্যাপারে দলীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। শুভেন্দুও এ ব্যাপারে কিছু বলেননি। তিনি শুধু দাবি করেছেন,আমি দাঁড়াই বা যেই দাঁড়াক নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন।
তিনি বলেছেন, নন্দীগ্রামের মানুষ আওয়াজ তুলেছেন, বহিরাগত নয়, ভূমিপুত্র চাই।
ভবানীপুর আসন ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় প্রাক্তন দলনেত্রীকে কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, নিজের কেন্দ্রে ছেড়ে পালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, এবার ভবানীপুরে হারবেন বলে বুঝতে পেরেছিলেন।
শুভেন্দু বলেছেন, ওখানে যা ভোটে হারতেন, এখানে তার তিনগুণ ভোটে হারাব।
তিনি আরও বলেছেন, নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। আপনাকে স্বাগত। লড়াই-ময়দানে দেখা হবে। ২ মে সবুজ আমির সরিয়ে আমরা গেরুয়া আবির ওড়াব।
উল্লেখ্য, মমতা নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা জানানোর পর শুভেন্দু বলেছিলেন, ৫০ হাজার ভোটে হারাবেন মমতাকে। তাঁর এই দাবিকে তীব্র ভাষায় কটাক্ষ করেছিল তৃণমূল।
নন্দীগ্রামে মমতা-শুভেন্দুর লড়াই দেখা যাবে কিনা, তার অপেক্ষা শুধু বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার।