ভগবানপুর: পটাশপুরকাণ্ডে পাকিস্তানি যোগের অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভগবানপুর বিধানসভার সাতশতমালে রাতভর বোমাবাজি। তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২। দুজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ। বোমার আঘাত জখম হন পটাশপুর থানার ওসি ও এক কনস্টেবল। 


আর এই ঘটনায় পাকিস্তানি যোগ আছে বলে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাতে কিছু পাকিস্তানি ফুলবাড়িতে গোলমাল করেছে। গোলমাল করেছে সিরিয়াতে। পটাশপুরে ওসিকে বোম মেরেছে পাকিস্তানিরা। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত। 


এদিন পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় দফায় দফায় সংঘর্ষ হয়। ভগবানপুর বিধানসভার ভগবানপুর ২ নম্বর ব্লকে কেন্দ্রীয় বাহিনীর তত্পরতা। জওয়ানরা বুথে গিয়ে ভোটারদের কাছে জানতে চান নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন কিনা। এরপর গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের আশ্বাস দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাস্তায় জমায়েত করতে নিষেধ করেন তাঁরা। অন্যদিকে, ভগবানপুর বিধানসভার ভূপতিনগরে তৃণমূল ভোটারদের বুথ থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মহিলা ভোটারদেরও মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামে ফিরে কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানান তৃণমূলের ভোটাররা। বিজেপির প্রতিক্রিয়া মেলেনি। 


অন্যদিকে তিনজনের হয়ে ভোট দিচ্ছেন একজনের ভোট দেওয়ার অভিযোগ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে।  খেজুরির বীরবন্দ এলাকায় ১০৫ নম্বর বুথে ভোট কারচুপির অভিযোগ তুললেন সংযুক্ত মোর্চা সমর্থিত খেজুরির সিপিএম প্রার্থী হিমাংশু দাস। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বাম প্রার্থী।  খেজুরির মানসিংবেড়ে দেওয়াল লিখন নিয়ে গণ্ডগোল। বুথের ২০০ মিটারের মধ্যে পোস্টার-দেওয়াল লেখে তৃণমূল-বিজেপি দু’ পক্ষই। নির্বাচন কমিশন মুছে দেওয়া সত্ত্বেও দেওয়ালে লেখা হয়। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। খেজুরির বটতলা এলাকায় রাতভর বোমাবাজি। গতকাল কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক মহিলাকেও মারা হয় বলে অভিযোগ। রাতভর সন্ত্রাসের অভিযোগ করেন খেজুরির বিজেপি প্রার্থী। আজ সকালেও বোমাবাজি হয় বলে তাঁর অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।