কলকাতা: রবিবার ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপরই আসন্ন বিধানসভা ভোটের জন্য প্রার্থীতালিকা প্রকাশ করবে বিজেপি। তবে পূর্ণাঙ্গ নয়, বিজেপি সূত্রে খবর প্রথম দু দফার জন্য প্রার্থীতালিকা ঘোষণা করা হবে ওইদিন।


৭ মার্চ ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী। সেদিন রাতেই বাংলার নির্বাচনের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করা হবে বিজেপির তরফে।


রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী। সেজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হ্যাঙার দিয়ে তৈরি হচ্ছে মূল মঞ্চ। এখানেই এলইডি দিয়ে তৈরি ভিডিও ওয়াল থাকবে। মূল মঞ্চের পাশেই তৈরি হচ্ছে আরও একটি মঞ্চ। এদিন সভাস্থল ঘুরে দেখেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর দাবি, রবিবারের সমাবেশ ঐতিহাসিক হবে। এদিকে, এদিনই কুকুর নিয়ে সভাস্থলে তল্লাশি চালাল পুলিশ।


শুক্রবারই তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় একঝাঁক তারকা রয়েছেন। বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শিবপুরে প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি। ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন রাজ চক্রবর্তী। উত্তরপাড়ায় প্রার্থী কাঞ্চন মল্লিক। সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। রাজারহাট-গোপালপুরে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। কৃষ্ণনগর উত্তরে প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। আসানসোল দক্ষিণে প্রার্থী সায়নী ঘোষ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে প্রার্থী সোহম চক্রবর্তী। বারাসতে প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী। মেদিনীপুর শহরে তৃণমূল প্রার্থী জুন মাল্য। শিবপুরে প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি। 


মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের কেন্দ্র ভবানীপুরে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। রাসবিহারীতে প্রার্থী দেবাশিস কুমার। বেলগাছিয়ার প্রার্থী অতীন ঘোষ। ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা। মন্তেশ্বরে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী। জোড়াসাঁকোয় তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত। কামারহাটিতে প্রার্থী মদন মিত্র। সিঙ্গুরে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। শিলিগুড়িতে প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। দমদম উত্তরে প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। বেহালা পূর্বে প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। হাবড়ায় প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। দমদমে প্রার্থী ব্রাত্য বসু। টালিগঞ্জে অরূপ বিশ্বাস। বেহালা পশ্চিমে প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। 
বালিগঞ্জে প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। শ্যামপুকুরে প্রার্থী শশী পাঁজা। উলুবেড়িয়া উত্তরে প্রার্থী নির্মল মাজি। কলকাতা বন্দরে প্রার্থী ফিরহাদ হাকিম। সবংয়ে প্রার্থী মানস ভুইঞা। ডেবরায় প্রার্থী হুমায়ন কবীর। চন্দননগরে প্রার্থী ইন্দ্রনীল সেন।