সুনীত হালদার,হাওড়া :  হাওড়ার বাঁকড়ায় বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিল ঘিরে উত্তেজনা। অভিযোগ, এদিন জোড়া অশ্বত্থতলা এলাকায় ডোমজুড় কেন্দ্রের বিজেপি প্রার্থীর মিছিল আটকান তৃণমূল কর্মীরা। রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখান তাঁরা। এনিয়ে উত্তেজনা ছড়ালে প্রার্থীর সঙ্গে থাকা পুলিশ ও আধা সেনা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। লাঠিচার্জের প্রতিবাদে হাওড়া-আমতা রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা।


উল্লেখ্য, এবার ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। চার্টার্ড প্লেনে দিল্লিতে গিয়ে অমিত শাহর বাসভবনে গিয়ে গেরুয়া শিবিরে সামিল হয়েছিলেন তিনি। ডোমজুড়ের তৃণমূল বিধায়ক ছিলেন রাজীব। এবার সেই ডোমজুড় থেকেই বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন তিনি। 


সলপের পর এবার বাঁকড়া। প্রচারে বেরিয়ে ফের নিজের বিধানসভা এলাকাতেই কালো পতাকা দেখলেন হাওড়ার ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে রবিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ! পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি!!


পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ।প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মীরা!সব মিলিয়ে বিজেপির প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার দুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ডোমজুড়ের বাঁকড়া।


 এদিন বাঁকড়ায় পদযাত্রা করছিলেন বিজেপি প্রার্থী!  জোড়া মন্দিরতলায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিল পৌঁছলে, পথ আটকান তৃণমূল কর্মীরা। তাঁকে কালো পতাকা দেখানো হয়!দেওয়া হয় গো-ব্যাক স্লোগান!এর পরই বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা পুলিশ ও আধা সেনা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।


রাজীব বলেছেন, তৃণমূল হামলা করেছে, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে এসব করছে, তাই বাধা দিচ্ছে, ইট-পাথর ছুঁড়ছে, নির্বাচন কমিশনে অভিযোগ করব।


লাঠিচার্জের প্রতিবাদে, হাওড়া-আমতা রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা!মিনিট দশেক পর, অবরোধ তুলে দেয় পুলিশ।


বাঁকড়ার তৃণমূল নেতা আখতার হোসেন মোল্লার কটাক্ষ, মমতার ছবি নিয়ে কাঁদলেন, তারপর বিজেপিতে চলে গেলেন। এলাকার মানুষ কালো পতাকা দেখিয়েছেন। ওর সঙ্গে থাকা জওয়ানরা বাড়িতে ঢুকে মেরেছে।


৬ মার্চ হাওড়ার সলপে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। তখনও লাঠিচার্জ করে সিআরপিএফ।সব মিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূল-বিজেপির ঠোকাঠুকি বাড়ছে।