সনৎ ঝা ও মোহন প্রসাদ, দার্জিলিং: পাহাড়ে প্রার্থী নিয়ে জোটে জট। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং আসনে বিজেপির ঘোষিত প্রার্থীর বিরোধিতা করল জোটসঙ্গী জিএনএলএফ। অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চার তরফে বিনয় তামাং গোষ্ঠী প্রার্থী দেওয়ার পর আজ আলাদা ভাবে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল মোর্চার গুরুং শিবির। এত কাণ্ডের মধ্যে নির্দল হয়ে লড়ার কথা ঘোষণা করলেন দার্জিলিং পাহাড়ের যুব তৃণমূল সভাপতি। সব মিলিয়ে ভোটের মুখে দার্জিলিং জমজমাট।


পাহাড়ে কি এবার ছয় প্রার্থীর লড়াই? হাইভোল্টেজ ভোট শুরুর মুখে এমন জল্পনাই জোরাল হচ্ছে।মঙ্গলবার পাহাড়ের তিন বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দার্জিলিং কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী বিদায়ী বিধায়ক নীরজ তামাং জিম্বা, কার্শিয়ংয়ে বিজেপির প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা, কালিম্পংয়ে বিজেপি প্রার্থী শুভ প্রধান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই প্রার্থী তালিকা ঘোষণার পরেই সুর চড়িয়েছে পাহাড়ে তাদের জোটসঙ্গী জিএনএলএফ। বিজেপির বিরুদ্ধে একতরফাভাবে প্রার্থী ঘোষণার অভিযোগ এনেছে তারা।


জিএনএলএফের সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী জানান, ‘‘আমাদের প্রেসিডেন্ট অলরেডি প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছেন, যেভাবে বিজেপি প্রার্থী দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা প্রার্থী নিয়ে বিজেপিকে যে প্রস্তাব দিয়েছিলাম, ওদের তা পুনর্বিবেচনা করতে হবে। আগে কী হবে না হবে, তা দলের কেন্দ্রীয় কমিটি বসে সিদ্ধান্ত নেবে ৷’’


বিজেপি দাবি না মানলে কি জোট ভেঙে বেরিয়ে, আলাদা প্রার্থী দেবে জিএনএলএফ? সেই জল্পনাও দানা বাঁধছে পাহাড়ে। এদিকে, তৃণমূলের শরিক গোর্খা জনমুক্তি মোর্চার ঘরেও সংঘাত চূড়ান্ত চেহারা নিয়েছে। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং তিনটি আসন মোর্চাকে ছেড়ে দিয়েছে তৃণমূল। মোর্চার বিনয় তামাং গোষ্ঠী পাহাড়ের তিন আসনে প্রার্থী দেওয়ার পরেও, এদিন আলাদা করে প্রার্থী ঘোষণা করেছে দলের বিমল গুরুং শাখা। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে প্রশ্ন করা হয়, আপনার সঙ্গে কার ফাইট, বিজেপি নাকি বিনয় তামাং ? উত্তরে বিনয় বলেন- যে আগে আসবে তার সঙ্গে লড়াই হবে ৷


এদিকে দার্জিলিংয়ের যুব তৃণমূল সভাপতি আবার নির্দলকে সমর্থন করে আলাদা লড়াইয়ের কথা ঘোষণা করেছেন। ১৭ এপ্রিল পঞ্চম দফায় দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পংয়ে ভোটগ্রহণ ৷ যা পরিস্থিতি, তাতে ‘দার্জিলিংয়ে গণ্ডগোল’-এর আশঙ্কা ক্রমশ জোরাল হচ্ছে।