মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী নিয়াজউদ্দিন শেখের বিরুদ্ধে মাস্কের মধ্যে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বুধিয়া মাঝেরপাড়া গ্রামে ২৩৮ নম্বর বুথের ঘটনা। তৃণমূল সমর্থকদের অভিযোগ, মাস্কের ভিতরে টাকা দিচ্ছিলেন কংগ্রেস প্রার্থী। তাঁকে ঘিরে বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ। করোনা পরিস্থিতিতে মাস্ক বিলির কথা মানলেও, টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থী।



এদিন বুথে পৌঁছনোর পর দেখা যায় কংগ্রেস প্রার্থী ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে মাস্ক বিলি করছেন৷ তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, করোনার জন্য মাস্ক বিলি করা হচ্ছে৷ মাঝেরপাড়া প্রাইমারি স্কুলের ২৩৮ নম্বর বুথের ঘটনা ৷ কিন্তু তিনি বুথ থেকে বেরনোর পরেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরেন৷ তৃণমূলের অভিযোগ, নিয়াজউদ্দিন ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন৷ প্রতিবাদে তাঁকে দীর্ঘ সময় ঘেরাও করে রাখা হয়৷  কেন তিনি ভোটারদের প্রভাবিত করছেন, সেই প্রশ্নও তোলা হয়৷ ভোটাররাও অনেকে জানান, তিনি শুধু মাস্ক বিলি করছিলেন না, টাকা দেওয়ার প্রলোভনও দেখান৷ অনেককে টাকাও দেন৷ এদিকে প্রার্থীর পাল্টা বক্তব্য, করোনা পরিস্থিতিতে ভোট হচ্ছে ৷ তাই যে বুথেই তিনি যাচ্ছেন, সেখানে মাস্ক দিচ্ছেন ৷ 


একঝলকে সপ্তম দফার ভোট-


ভোট সপ্তমীতে কলকাতা (৪), পশ্চিম বর্ধমান (৯), মুর্শিদাবাদ (৯), মালদা (৬) ও দক্ষিণ দিনাজপুর (৬) এই ৫ জেলার মোট ৩৪ আসনে ভোট।


ভোট হ‌ওয়ার কথা ছিল ৩৬ আসনে। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের  প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে সোমবার ভোট হচ্ছে না।


কলকাতা (৪)-
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ।


পশ্চিম বর্ধমান (৯)-
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।


মুর্শিদাবাদ (৯)-
ফরাক্কা,  সুতি,  রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম।


মালদা (৬)-
হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া।


দক্ষিণ দিনাজপুর (৬)- 
কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।