উত্তর ২৪ পরগনা: ভোটের পরেও জগদ্দল বিধানসভায় অব্যাহত হিংসা। দুষ্কৃতীদের ছোড়া বোমায় কলেজ ছাত্রের মৃত্যু।
স্থানীয়দের অভিযোগ, গতকাল মুক্তারবাগান এলাকায় দুষ্কতীরা বোমা ছোড়ে। বিস্ফোরণের আওয়াজে ঘর থেকে বেরোতেই বোমার আঘাতে গুরুতর জখম হন কলেজ ছাত্র অনুরাগ সাউ।
ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ২০ বছরের ওই তরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎককরা।
অন্যদিকে, মালদায় ভোটের আগের দিন ১০ জন পোলিং এজেন্টকে বেআইনিভাবে আটক করার অভিযোগে থানার সামনে ধর্নায় বসলেন রতুয়া বিধানসভার নির্দল প্রার্থী পায়েল খাতুন।
তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরী কর্মাধ্যক্ষ ছিলেন পায়েল। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি দল ছাড়েন। এবার ভোটে দাঁড়ানোয় তৃণমূলের মদতে পুলিশ তাঁর ১০ জন পোলিং এজেন্টকে বেআইনিভাবে আটক করেছে এই অভিযোগ তুলে গতকাল রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত রতুয়া থানার সামনে অবস্থানে বসেন ওই নির্দল প্রার্থী। পরে পুলিশের আশ্বাসে অবস্থান ওঠে।
কোভিড আবহে আজ রাজ্যে সপ্তম দফায় ৫ জেলার ৩৪টি আসনে ভোটগ্রহণ। একঝলকে সপ্তম দফার ভোট-
মালদার ৬টি আসন হল, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া।
মুর্শিদাবাদ জেলার ৯টি আসন হল, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ ও নবগ্রাম।
ভোট হওয়ার কথা ছিল ৩৬ আসনে। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে সোমবার ভোট হচ্ছে না।
সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে যথাক্রমে কংগ্রেস ও আরএসপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই দুই কেন্দ্রে ভোট হবে ১৬ মে।
আজ পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা আসনে ভোট। এগুলি হল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি।
দক্ষিণ দিনাজপুরের ৬টি আসন হল, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর।
এছাড়াও, আজ কলকাতার ৪টি আসনে ভোট হচ্ছে। এগুলি হল, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ।