অর্ণব মুখোপাধ্যায়, পুরুলিয়া: বৃহস্পতিবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরুলিয়ায় নির্বাচনী সভা করবেন তিনি। তার আগে বুধবার বাংলায় ট্যুইট করে মোদি বললেন, ‘আগামিকাল, ১৮ই মার্চ আমি আমার পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের মধ্যে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আনন্দিত। আমি পুরুলিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখব। পশ্চিমবঙ্গজুড়ে পরিবর্তনের আকাঙ্খা জেগেছে। বিজেপি-র সুশাসনের কর্মসূচি জনগণের মধ্যে এক সুরেলা ধ্বনি তুলেছে।



২৭ মার্চ প্রথম দফাতেই ভোট হবে গোটা পুরুলিয়া জেলায়। তার আগে বৃহস্পতিবার পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের ভাঙড়ায় নির্বাচনী সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবকুঞ্জের মাঠে তাঁর সভার জন্য তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১৯ জানুয়ারি হুটমুড়ার যে ফুটবল মাঠে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন, সেই মাঠে নামবে প্রধানমন্ত্রীর কপ্টার।


মোদির এই সভার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন পাশের রাজ্য ঝাড়খণ্ডের কোডার্মা লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ রবীন্দ্রকুমার রায় এবং পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় মাহাতো। এমনিতেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে নিশানা করে তৃণমূল, সেখানে মোদির সভায় একজন ভিন রাজ্যের নেতাকে দায়িত্ব দেওয়ায়, তুঙ্গে রাজনৈতিক তরজা। 


পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘প্রধানমন্ত্রী আসবে। দেখছেন তো ঝাড়খণ্ড থেকে লোক আনছে। এইভাবেই সভায় লোক আনবে। মুখ্যমন্ত্রীর সভা যেখানে হয়েছিল, সেখানে চপার নামাচ্ছে। মমতার সভায় যা লোক হয়েছিল, তার সিকিভাগও হবে না।’


পাল্টা রবীন্দ্রকুমার রায়ের দাবি, ‘পুরুলিয়ায় বিজেপি-র যাঁরা শহিদ হয়েছেন, সেই ৬টি পরিবারের লোকজন আসবেন। যাঁরা থাকবেন, তাঁদের কোভিড টেস্ট হবে। গোটা পুরুলিয়া থেকেই লোক আসবে। কিছু কার্যকর্তা ঝাড়খণ্ড থেকে আসতে পারেন।’


২০১৬-র বিধানসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে প্রায় ৫ হাজার ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে পুরুলিয়া কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। সেই সঙ্গে বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী দেখা যাচ্ছে, পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রের ৮টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। শুধুমাত্র মানবাজারের এগিয়ে তৃণমূল। ফলে ২০২১-এর নির্বাচনে পুরুলিয়ায় বিজেপির কাছে যেমন ভোট ধরে রাখার চ্যালেঞ্জ, তেমনি প্রেস্টিজ ফাইট তৃণমূলের কাছে।