শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বিজেপি-র ডিজিটাল রথে লাগানো এলইডি স্ক্রিন। তাতে দেখানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের ফিরিস্তি। কোচবিহারে বিজেপি-র এই ডিজিটাল রথ রাস্তায় নেমেছে বুধবার থেকে। আর তা নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর।


‘পরিবর্তন যাত্রা’-র পর এবার ডিজিটাল রথে সওয়ার বিজেপি। কোচবিহারের রাস্তায় রাস্তায় প্রচার চালাতে নামানো হয়েছে এই রথ। সেই রথে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে নরেন্দ্র মোদির আমলে দেশের কী কী উন্নয়ন হয়েছে তার ভিডিও।  সেইসঙ্গে তৃণমূল সরকারের সমালোচনামূলক ভিডিও-ও দেখানো হচ্ছে স্ক্রিনে। কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্রেই বুধবার থেকে চরকিপাক খাচ্ছে বিজেপি-র এই ডিজিটাল রথ। বিজেপি সূত্রে খবর, জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের জন্য ৯টি গাড়ি পাঠানো হয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই ডিজিটাল রথের মাধ্যমে প্রচারের পরিকল্পনা রয়েছে বিজেপি-র।  


এ প্রসঙ্গে বিজেপি-র রাজ্য কমিটির সদস্য নিখিলরঞ্জন দে-র দাবি, ‘এই ডিজিটাল রথ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে।’


পাল্টা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের কটাক্ষ, ‘ওরা রথেই থাক। মানুষের মধ্যে তৃণমূলই আছে। ওদের টাকা আছে। তাই এসব করতে পারে। আমরা রাস্তায় আছি।’


আগামী ১০ এপ্রিল, চতুর্থ দফায় কোচবিহারের ৯টি বিধানসভা আসনে ভোট।